আস্তে আস্তে যোগাযোগ কমতে শুরু করে। একটা সময় কমতে কমতে শূন্যের কোঠায় নেমে আসে। হয়তো আপনার মনেই হবে না কেউ একজনের সাথে আপনার আজ কথা হয়নি। একটু খোঁজ নিয়ে দেখেন সে ঠিকই মনে রেখেছে কতো ঘণ্টা, কতো সেকেন্ড কথা হয়নি। খেয়াল করলে দেখবেন শুধুমাত্র অবহেলার জন্য কিছু মানুষ আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে...। দূরে সরে যাচ্ছে না, আপনি দূরে সরে যেতে বাধ্য করছেন। কাছে আসতে চায়, আবার আসতে গিয়ে থেমে যায়। দ্বিধাদ্বন্দ্বে ভোগে...।।
যে মানুষটির সাথে দিনে দুই তিন ঘন্টা কথা হতো, দেখা হতো প্রতিদিন...। সেই মানুষ টির সাথেই আপনার দিনের পর দিন দেখা নেই, যোগযোগ নেই...। হয়তো মাঝে মাঝে কথা হয়, অনেকটা হয়তো আপনার ইচ্ছের বিরুদ্ধে। কিন্তু একটা সময় এমনটি ছিল না। তার সাথে কথা হতো আপনার ইচ্ছেতেই, তার সাথে দেখা হতো দু'জনের ইচ্ছেতেই, দু'জনের মন মিলিয়েই। যে মানুষটি আপনার একটু প্রশয়-এ শত মাইল দূর থেকে চলে আসতে পারে আর সে আজ কাছাকাছি থেকেও বলার সাহস পায় না কিছু। শুধু আপনার নিজের বদলে যাওয়ার কারণে। প্রতিটা বদলে যাওয়া, প্রতিটা অবহেলা একটা মানুষের সুখ, ইচ্ছা গলা টিপে হত্যা করে।
যে মানুষ আপনার একটা মেসেজ কলের জন্য রাত জেগে থাকতো, আপনার একটু অসুখ করলে, আপনার হালকা মাথা ব্যাথাতেই যার মন অস্থির হয়ে যায়। হয়তো আপনিও সচেতন মনে বা অবচেতন মনে তার অপেক্ষায় থাকতেন। কিন্তু আজ সেই মানুষ টির নাম আপনার সামনে বললে না চিনার একটা ভাব করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলেন...।। ব্যাপারটা খুবই সচেতন ভাবেই করেন...।। অনেকটা এমন প্রসঙ্গটা পাল্টাতে পারলেই আপনি হাফ ছেড়ে বাঁচেন।
আপনার কাছ থেকে পাওয়া সামান্য একটু একটু অবহেলার জন্য জন্ম নেওয়া এই কষ্ট একদিন বাড়তে থাকে তার মনে। আর আপনি ভুলে যেতে থাকেন অনেক কিছুই কিন্তু সে ভুলে না, কিচ্ছু না...।। প্রিয় কিছু সময়, কিছু কথার মাঝে কথা দেওয়া, হাসি-ঠাট্টা, শেরারিং-কেরারিং, জন্মদিনের তারিখ, প্রথম দেখা, প্রিয়-অপ্রিয় জিনিস গুলো সবই ভুলতে বসেন। হয়তো অবচেতন মনেই ভুলে যেতে চান কিন্তু সে...??!!
তার চোখের কোণে এক ফোটা জল, মলিন মুখের হাসি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়, অনেক কথাই বলে যায়...যা হয়তো আপনি দেখতে পান না বা আমি দেখতে চান না বা আপনি দেখেও না বুঝার ভান করেন।। যে অধিকার আপনি নিজে দিয়েছেন এখন সেই অধিকারের সুতো ধরে যখন টান দিচ্ছেন তখন আপনার নিজের মনে কিছু না ঘটে গেলেও তার মন ওলট- পালট হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর এই সুতোটা যখন ছিঁড়ে ফেলচ্ছেন তখন আপনার কাছে হয়তো কিছুই মনে হবে না কিন্তু তার কাছে...??!! ভেবেছেন কি একটি বারও...!! হয়তো না কারণ, আপনার কাছে এটা হয়তো মামলি ব্যাপার ছাড়া কিছুই না। কিন্তু তার কাছে এটা সুখ হনন করা, সুখের মৃত্যু, নিজের অস্তিত্ব হারানো, নিজের কাছে নিজের পরাজয়।
অবহেলা হঠাৎ করে সৃষ্টি হয় না, আস্তে আস্তে হয়...। খুবই ধীর গতিতে হয়। নিজের সাথে এমন টা না হলে আপনি কখনো কারো কষ্ট বুঝতে পারবেন না। এই কষ্টটা এমন এক কষ্ট যা কখনোই প্রকাশ পায় না। মনে চাপা রয়ে যায়, একটা চাপা কষ্ট মনে একটু একটু করে লালিত হয়, একটু একটু বাড়তে থাকে। অন্য সকল কষ্ট বাহির থেকে কিছুটা অনুধাবন করা গেলেও, এই কষ্টটা আপনি কখনোই বুঝতে পারবেন না, যতক্ষণ না আপনি এর সম্মুখিন হবেন। আপনি চাইলেও বুঝতে পারবেন না এটা কতোটা মনের গভীরে ক্ষত করে। তার বুকের চিনচিনে ব্যাথা, চাপা কষ্টটা কখনোই আপনার মনের চার দেয়ালে স্পর্শ করবে না...।।
অধিকার তখনই জন্ম নেয় যখন কেউ অধিকার দেয়। অধিকার তখনই জন্মায় যখন মনের সম্পর্ক তৈরী হয়। যেখানে মন-ই পাওয়া যায় না সেখানে অধিকার রাগ বা মান অভিমানের কোন সুযোগ ই তো নেই। যা কিছু দেখি সবই ছলনা, অভিনয় ছাড়া কিছুনা। মন সে তো মহামুল্যবান, ক'জনের ভাগ্যে জোটে সে মন..???!!!
অধিকার তখনই জন্ম নেয় যখন কেউ অধিকার দেয়। অধিকার তখনই জন্মায় যখন মনের সম্পর্ক তৈরী হয়। যেখানে মন-ই পাওয়া যায় না সেখানে অধিকার রাগ বা মান অভিমানের কোন সুযোগ ই তো নেই। যা কিছু দেখি সবই ছলনা, অভিনয় ছাড়া কিছুনা। মন সে তো মহামুল্যবান, ক'জনের ভাগ্যে জোটে সে মন..???!!!
Post a Comment