আবেগ, অনুভূতি, ভালোবাসা সবার মাঝেই থাকে কিন্তু প্রকাশ করার ভাষাটা ভিন্ন। অনেকে খুব সহজেই প্রকাশ করতে পারে আবার অনেকে প্রকাশ করতে পারে না। যে প্রকাশ করতে পারে না তবে কি তার মাঝে আবেগ, অনুভূতি, ভালোবাসা নেই...!!! তারো আছে কিন্তু সেটা খুবই গভীরে। সেই আবেগ, অনুভূতি, ভালোবাসা খুঁজতে হলে, পেতে হবে ততোটাই মন বুঝতে হয়, ততোটাই মনের ভিতরে প্রবেশ করতে হয়। তারা যেমন আবেগ, অনুভূতি, ভালোবাসা প্রকাশ করতে পারে না তেমনি তার কষ্টটাও অপ্রকাশিত থেকে যায়। তবে কি সে কষ্ট পায় না...!!?? পায়, কিন্তু তা বাহিরে প্রকাশ করে না। নিজের মাঝেই রেখে দেয়। সে নিজেকে নিজের মাঝেই আবদ্ধ রাখতে চায়। সে চায় কেউ একজন তার সেই অপ্রকাশিত জিনিস গুলোই মনের গভীরে গিয়ে প্রকাশিত করবে।।

আজকে যে ঘটনাটি নিয়ে তুমি কাঁদছো, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পেছন ফিরে ঐ একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবে তোমার আর কান্না পাচ্ছে না।। কোন কোন ক্ষেত্রে পেছনের ঐ কান্নার ঘটনার কথা মনে করলে তুমি হেসে ফেলবে আর ভাববে কতটা বোকাই না ছিলাম !!"তুমি বিশ্বাস করো আর নাই করো, "সময়" নামের জিনিসটা সব কিছু বদলিয়ে দেয়, সব কিছু।। চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ভালোবাসা - সবকিছু বদলে দেয় একটা সময়...।।  তোমার ভেতরটাকে সে নতুন করে সাজায়।। আজকে তোমার কাছে যা অনেক বেশি "Important"  কাল বা পরশু ঐ একই জিনিস "মূল্যহীন" হয়ে যেতে পারে; এটাই স্বাভাবিক।। তুমি নিজেই বুঝতে পারবে না যে জিনিসটা এতো বেশি "Important" ছিল সেই জিনিসটাই এখন মূল্যহীন...!!! সময় অনেক কিছুই বদলিয়ে দেয়।।

আমাকে অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেঃ"ভাইয়া, আমি অমুক এর থেকে কষ্ট পেয়েছি । ভুলতে পারছি না, আমার আর বাঁচতে ইচ্ছা হয় না, Depressed  লাগে, অনেক খারাপ লাগে। আমি কি করবো ??" আমি সবাইকেই একটি কথাই বলি- "Time is a Great Healer !!" সময় সব ক্ষত সারিয়ে দিবে। সময়ই সব বলে দেয়। সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে, সময় নাও ...।।"
ছোটবেলায় একটা খেলনা ভেঙ্গেছিলো দেখে চিৎকার করে কান্নাকাটি করেছি...।। এখন ঐ খেলনার কোন মূল্য আছে ?? নেই...।। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কেঁদেছো ??  এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করো, তাই না ?? কাঁদো কি তুমি আগের মত ?? না তো ...??!! সময় নাও ।। সব রোগের ওষুধ হলো সময় নেয়া... তোমাকে কেউ কষ্ট দিয়েছে ?? একটু সময় নিয়ে কষ্ট সহ্য করো ।। কিন্তু এই কষ্টতা সহ্য করার শক্তি, সাহস ঐ সময়টায় থাকে না। মুখে বলা অনেক সহজ কিন্তু সেই সময়টার মুখোমুখি হয়ে ঐ সময়টা অতিক্রম করা অনেক বেশি কঠিন। এক সময় হয়তো কষ্টটা ভুলে যাবে অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা তুমি এই কষ্টটার কথা মনে করে হাসবে ।। চোখ থেকে না হয় দু ফোঁটা অশ্রু পড়লোই ।। হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা স্পর্শ করো না। হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলো ।। Trust me, সব বদলে যাবে একটি সময় ।। একটিবার পেছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করো, সময় নাও।।

তার পরোও কিছু কথা রয়েই যায়, কিছু চাপা কষ্ট রয়েই যায়। শারীরিক কষ্ট আর মানষিক কষ্ট এক না। আমি যতোটা সহজে কথা গুলো বললাম ততোটা সহজে মেনে নেওয়া যায় না, বিষয়টা অতোটাও সহজ নয়।
চোখের পানি শুকিয়ে যায়। কষ্টের রংগুলো একটু একটু করে অস্পষ্ট হতে থাকে। কিন্তু মনের মাঝে সেই কষ্ট, সেই চিনচিনে ব্যাথাটা কিন্তু রয়েই যায়। রয়ে যায় সেই অনুভূতিটুকুও । শুধু সময়ের ব্যবধানে কষ্ট, আবেগ প্রকাশ করার ভাষাটা ভিন্ন হয়ে যায়।। ব্যথা গুলো আস্তে আস্তে কমে যায় কিন্তু মনে সেই কষ্টের দাগটা ঠিকই লেগে থাকে...।।

MARI themes

Powered by Blogger.