অফিস এবং কিছু সম্পর্কের গল্প
জীবনের পথচলায় আমরা প্রতিনিয়ত নানান মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি। কেউ এসে হারিয়ে যায় ভিড়ের মাঝে, আবার কেউ নিঃশব্দে গেঁথে যায় হৃদয়ের এক নির্জন কোণে। প্রতিদিনকার ব্যস্ত জীবনে আমরা অনেকের সঙ্গ পাই, কিন্তু সবাই সমানভাবে আমাদের মনে ছাপ, দাগ কাটে না। কিছু সম্পর্ক নিঃশব্দে, ধীরে ধীরে গড়ে ওঠে। যেগুলো হয়তো আমরা কোনোদিন কল্পনা করিনি, কিন্তু একসময় দেখেছি সেই সম্পর্ক গুলোই আমাদের দিন গুলোর সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে ধরা দেয়।
কর্মস্থল, যেখানে আমরা দিনের বড় একটা সময় কাটাই, সেখানে সম্পর্ক গুলো শুধুমাত্র কাজের প্রয়োজনেই গড়ে ওঠে না। কখনো কখনো নির্বিচারে, অজান্তেই কেউ কেউ হয়ে ওঠে বিশেষ। তাদের সঙ্গে কোনো অফিসিয়াল মিটিং শুধু নয়, বরং জীবনের গল্প ভাগাভাগি হয়। যেখানে বয়স, ডেজিগনেশন কোন ম্যাটারই করে না। যেখানে মানসিক চিন্তা ভাবনা, পারস্পরিক বোঝাপড়াই মুখ্য বিষয় হয়ে থাকে। কাজের ফাঁকে এক কাপ কফি আর কিছু মুহূর্তের নির্ভরতা দিয়ে গড়ে ওঠে বন্ধুত্ব, ভরসা, ভালোবাসা।
আলাদা করে কিছু না বললেও, কিছু মানুষ বুঝে যায় আমাদের মুড ভালো নেই, ভেতরে ঝড় বয়ে যাচ্ছে বা অস্থিরতা। দিনের শেষে, যখন অফিসের কাজ শেষে ঘরে ফিরার সময় আসে, তখনো কিছু সম্পর্ক নিভে যায় না। অফিসের বাইরেও তাদের সঙ্গে দেখা হয় আড্ডায় কোনো প্রিয় ক্যাফের টেবিলে গল্প জমে ওঠে। কখনো পরিকল্পনা হয় একটা হুটহাট ট্রিপের, কখনো গভীর জীবন দর্শনের, কখনো পরের দিনের কাজের প্লান, কখনো বা অফিসের কাজের দক্ষতার দায়ভার নিয়ে। এই সকল মুহূর্ত, এই সকল মানুষ আস্তে আস্তে আমাদের জীবনের অভ্যাসে পরিণত হয়। এমন এক অভ্যাস, যা আমাদের স্বস্তি দেয়, শান্তি দেয়, ভরসা জুগায়, সাথে নিজের করে নেওয়ার অনুভূতি দেয়।
এই সম্পর্ক গুলোতে হিসেবের জায়গা নেই। কে কতটা দিচ্ছে বা কে কতটা নিচ্ছে তার পরিমাপ নেই। আছে কেবল মনের মিল, চোখের চাহনি থেকে বোঝার ক্ষমতা, আর নির্ভরতার অদৃশ্য সুতোর টান, মায়ার টান, আস্থার জায়গা। সময়ের সঙ্গে সঙ্গে এরা হয়ে ওঠে এমন কিছু মুখ, যাদের ছাড়া দিনটা অসম্পূর্ণ মনে হয়। মাঝে মাঝে মনে হয়; এরা না থাকলে কাজের চাপের পাহাড় ভেঙে কীভাবে বেঁচে থাকতাম! সবচেয়ে সুন্দর বিষয় হলো এই সম্পর্ক গুলোতে কোনো অভিনয় নেই। অফিস পলিটিক্সের বাইরে, কর্পোরেট প্রতিযোগিতার বাইরে, একদম নির্মল মন থেকে তৈরি হওয়া এক ধরনের বোঝাপড়া। হয়তো একসঙ্গে অনেক গল্প হয় না, কিন্তু একসঙ্গে কফি নিয়ে চুপ করে বসে থাকাটাও আরামদায়ক মনে হয়।
এভাবেই কর্মজীবনের ক্লান্তির মাঝে কিছু মানুষ, কিছু মুহূর্ত জীবনের সৌন্দর্য হয়ে ওঠে। তারা আমাদের শেখায় কাজ শুধু কাজ নয়, মাঝে মাঝে জীবনের গভীরতাও। তারা আমাদের মনে করিয়ে দেয় সফলতা কেবল অ্যাপ্রিসিয়েশন, প্রমোশন বা প্রজেক্ট শেষ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যাদের সঙ্গে এই পথ পেরোনো যায় সেটাই জীবনের আসল প্রাপ্তি। আমার মনে হয়, এমন কিছু মানুষ জীবনে থাকা মানেই একধরনের আশীর্বাদ, যেখানে মনের ভাব নির্দ্বিধায় প্রকাশ করা যায়। আর এমন কিছু সম্পর্ক, যা প্রতিদিনকার রুটিনের ভেতরেও এক টুকরো শান্তি এনে দেয় সেগুলোই সত্যিকারের সম্বল।
জীবনটা অনেকটা একটা ট্রেন যাত্রার মতো স্টেশন বদলায়, গন্তব্য বদলায়, দায়িত্ব আর সময়ের রেলগাড়ি ছুটে চলে সামনের দিকে। কিন্তু কিছু সহযাত্রী থাকে, যাদের সঙ্গে ভাগ করে নেওয়া প্রতিটি মুহূর্ত একেকটা গল্প হয়ে যায়। এই গল্প গুলোতেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। তাদের সঙ্গে কাটানো প্রতিটি হাসি, প্রতিটি নিরবতা, প্রতিটি একান্ত আলোচনার মধ্যেই যেন জীবনের ছন্দ লুকিয়ে থাকে। তাদের সাথে কাটানো সময় আমাদের শেখায় কাজ শুধু বেঁচে থাকার উপায় নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে থাকে বাঁচার সত্যিকারের মানে।