জীবন একটা পাতা, যার এক পিঠ আমারা দেখি আর অন্য পিঠ আমরা এড়িয়ে যাই বা না দেখাই থেকে যায়।প্রতিটি জীবনের, প্রতিটি মানুষের নিজ মনে কিছু আশা, চাওয়া থাকে যা কখনোই বাহিরে প্রকাশিত করা হয় না বা অপ্রকাশিতই থেকে যাই।জীবনের সব চাওয়া কখনো পুরন হয়না, আর এই না পাওয়ার যন্ত্রণা যে কতখানি যে পায়না শুধু সেই এই যন্ত্রণার বোঝা বয়ে বেড়ায় সারাটি জীবন ধরে। একটা সময় এই অপূর্ণতার পথ পেরুতে পেরুতে, হাঁটতে হাঁটতে মনের চার পাশে একটা আবরণের সৃষ্টি  হয়।এ আবরণটা কষ্টের, এ আবরণটা অপূর্ণতার, না পাওয়ার বেদনার।যা সবার সামনে প্রকাশ করা হয় না, কিছু সময় প্রকাশ করা যায় না।
হিসাবের খাতাটাও গড়মিল হয়ে যায়, কিছুতেই অংক কষে হিসাব মেলানো যায়না। এ অংক কখনো মিলেও না আর যদি কোন ভাবে মিলেও যায় তাহলে তার ফলাফল শূন্যতে এসে দাঁড়ায়।
ঠিক তখনই বলা হয়, বার বার আমার সাথে কেন এমন হয়। নিয়তি কি আমার ভাগ্যকে নিয়ে পরিহাস করছে, নাকি এটাই আমার কপালে লেখা ছিলো ?? তখন এই প্রশ্ন গুলোর কোন উত্তর মিলে না, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাই না।।
এরকম পরিস্থিতিতে আপন জন গুলোও হয়ে যায় পর।তখন হাত ধরার মত, পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না, একজন Single Person-ও পাওয়া যায় না। কিন্তু এই সময়টায় একটা হাত খুব বেশি দরকার ছিল, পাশে দাঁড়ানোর মতো একজন মানুষের খুব দরকার ছিল, একটা Support- এর খুব বেশি দরকার ছিল কিন্তু কাছে কাউকে-ই পাওয়া যায়না। একা একা নিঃসঙ্গতা কে সঙ্গী করে কাটাতে হয়। বড্ড বেশি কষ্ট হয়...
কষ্টইতো জীবন, জীবনের নাম-ই কষ্ট...।।

সব কিছুই পরিবর্তনশীল। একটা সময় এসে তার পরিবর্তন আসেই, আসতেই হবে। এটাই নিয়ম, এটাই বাস্তব। কিন্তু সেই পরিবর্তন এর পিছনে যে কারণ গুলো থাকে সেই কারণ গুলো কেউ দেখতে পায় না, কেউ দেখার ইচ্ছা পোষণ করে না, কেউ অনুভব করে না। সেই পরিবর্তন এর পিছনে হাজার কষ্ট, হাড় ভাঙ্গা কষ্টের অনুভূতি থাকে। সেই কষ্টের অনুভূতি কেউ বুঝতে চায় না, সেই অনুভূতিটা কেউ মন দিয়ে ভেবে দেখে না।

আজ আমি যেমন আছি কয়েক বছর আগে বা কয়েক মাস আগেও এমন ছিলাম না। এতোটা Hard, Straight Cut- ছিলাম না । অনেকটা বেশিই Emotional, মুক্তমনা, খোলা আকাশে মুক্ত ভাবে উড়ে চলা পাখির মতো ছিলাম।বদলে যাওয়ার জন্য খুব কাছের, আপন মানুষ, কাছের বন্ধুরাই দায়ী। দায়ী বলবো না, বদলে যাওয়ার পিছনে তাদের-ই হাত থাকে, তারাই বদলে যেতে বাধ্য করে। আমার এখন এই বদলে যাওয়া, এই Hard, Straight Cut-এর পিছনেও এই মানুষ গুলোই। এদের জন্যেই এতোটা কঠোরতা, এতোটা আবেগহীন, Emotionless.

হোঁচট খেয়েছি...একটি হোঁচট থেকে উঠতে না উঠতেই আরেকটা সামনে এসে দাঁড়িয়েছে। মেনে নিয়েছি, খুব সহজেই মেনে নিয়েছি কারণ মেনে নিতে আমি বাধ্য। খুব কাছের, আপন মানুষদের, জীবনের চেয়ে দামী বন্ধুদের কাছ থেকে ছোড়া একেকটা তীর আমার মনে এসে লেগেছে। সব গুলো তীর-ই হাঁসি মুখে বরণ করেছি। কখনো এতোটুকু বুঝতে দেই নি সেই তীর গুলো কতোটা রক্তাক্ত করেছে, কতোটা গভীরে গিয়ে মনের প্রাচীরতা একটু একটু করে কষ্টের সীমাহীন যন্ত্রণায় ঢেকে দিয়েছে। তবু হাঁসি মুখেই তাদের সামনে দাড়াই, হাঁসি মুখেই পাশে চলি। তিল পরিমান বুঝতে দেই না মনের কষ্টের সীমানা টুকু।।
এখান থেকেই নিজের চারিপাশে একটি আবরণের শুরু, একটি শক্ত খোলসের জন্ম।।

MARI themes

Powered by Blogger.