সব কিছুই পরিবর্তনশীল। একটা সময় এসে তার পরিবর্তন আসেই, আসতেই হবে। এটাই নিয়ম, এটাই বাস্তব। কিন্তু সেই পরিবর্তন এর পিছনে যে কারণ গুলো থাকে সেই কারণ গুলো কেউ দেখতে পায় না, কেউ দেখার ইচ্ছা পোষণ করে না, কেউ অনুভব করে না। সেই পরিবর্তন এর পিছনে হাজার কষ্ট, হাড় ভাঙ্গা কষ্টের অনুভূতি থাকে। সেই কষ্টের অনুভূতি কেউ বুঝতে চায় না, সেই অনুভূতিটা কেউ মন দিয়ে ভেবে দেখে না।
আজ আমি যেমন আছি কয়েক বছর আগে বা কয়েক মাস আগেও এমন ছিলাম না। এতোটা Hard, Straight Cut- ছিলাম না । অনেকটা বেশিই Emotional, মুক্তমনা, খোলা আকাশে মুক্ত ভাবে উড়ে চলা পাখির মতো ছিলাম।বদলে যাওয়ার জন্য খুব কাছের, আপন মানুষ, কাছের বন্ধুরাই দায়ী। দায়ী বলবো না, বদলে যাওয়ার পিছনে তাদের-ই হাত থাকে, তারাই বদলে যেতে বাধ্য করে। আমার এখন এই বদলে যাওয়া, এই Hard, Straight Cut-এর পিছনেও এই মানুষ গুলোই। এদের জন্যেই এতোটা কঠোরতা, এতোটা আবেগহীন, Emotionless.
হোঁচট খেয়েছি...একটি হোঁচট থেকে উঠতে না উঠতেই আরেকটা সামনে এসে দাঁড়িয়েছে। মেনে নিয়েছি, খুব সহজেই মেনে নিয়েছি কারণ মেনে নিতে আমি বাধ্য। খুব কাছের, আপন মানুষদের, জীবনের চেয়ে দামী বন্ধুদের কাছ থেকে ছোড়া একেকটা তীর আমার মনে এসে লেগেছে। সব গুলো তীর-ই হাঁসি মুখে বরণ করেছি। কখনো এতোটুকু বুঝতে দেই নি সেই তীর গুলো কতোটা রক্তাক্ত করেছে, কতোটা গভীরে গিয়ে মনের প্রাচীরতা একটু একটু করে কষ্টের সীমাহীন যন্ত্রণায় ঢেকে দিয়েছে। তবু হাঁসি মুখেই তাদের সামনে দাড়াই, হাঁসি মুখেই পাশে চলি। তিল পরিমান বুঝতে দেই না মনের কষ্টের সীমানা টুকু।।
এখান থেকেই নিজের চারিপাশে একটি আবরণের শুরু, একটি শক্ত খোলসের জন্ম।।
আজ আমি যেমন আছি কয়েক বছর আগে বা কয়েক মাস আগেও এমন ছিলাম না। এতোটা Hard, Straight Cut- ছিলাম না । অনেকটা বেশিই Emotional, মুক্তমনা, খোলা আকাশে মুক্ত ভাবে উড়ে চলা পাখির মতো ছিলাম।বদলে যাওয়ার জন্য খুব কাছের, আপন মানুষ, কাছের বন্ধুরাই দায়ী। দায়ী বলবো না, বদলে যাওয়ার পিছনে তাদের-ই হাত থাকে, তারাই বদলে যেতে বাধ্য করে। আমার এখন এই বদলে যাওয়া, এই Hard, Straight Cut-এর পিছনেও এই মানুষ গুলোই। এদের জন্যেই এতোটা কঠোরতা, এতোটা আবেগহীন, Emotionless.
হোঁচট খেয়েছি...একটি হোঁচট থেকে উঠতে না উঠতেই আরেকটা সামনে এসে দাঁড়িয়েছে। মেনে নিয়েছি, খুব সহজেই মেনে নিয়েছি কারণ মেনে নিতে আমি বাধ্য। খুব কাছের, আপন মানুষদের, জীবনের চেয়ে দামী বন্ধুদের কাছ থেকে ছোড়া একেকটা তীর আমার মনে এসে লেগেছে। সব গুলো তীর-ই হাঁসি মুখে বরণ করেছি। কখনো এতোটুকু বুঝতে দেই নি সেই তীর গুলো কতোটা রক্তাক্ত করেছে, কতোটা গভীরে গিয়ে মনের প্রাচীরতা একটু একটু করে কষ্টের সীমাহীন যন্ত্রণায় ঢেকে দিয়েছে। তবু হাঁসি মুখেই তাদের সামনে দাড়াই, হাঁসি মুখেই পাশে চলি। তিল পরিমান বুঝতে দেই না মনের কষ্টের সীমানা টুকু।।
এখান থেকেই নিজের চারিপাশে একটি আবরণের শুরু, একটি শক্ত খোলসের জন্ম।।
Post a Comment