পৃথিবীতে কোন মানুষই অন্য আরেকটা মানুষের মতো হয়না। আমরা প্রায়ই একটা কাজ করি, একজন মানুষের ভিতর আরেকজন মানুষকে খোঁজার চেষ্টা করি।একজনের সাথে আরেক জনকে মিলাতে চাই। হাত ধরলে আগের মানুষটার স্পর্শের কথা মনে পড়ে বা আরেকজন মানুষকে অনুভব করতে চাই। চোখের দিকে তাকালে মনে হয়, একদিন অন্য এক জোড়া চোখ ঠিক এভাবেই তাকিয়ে ছিলো, সেই চোখেও মায়া ছিল! আমরা নতুনের ভেতর পুরাতনকে খুঁজতে যেয়ে কখনো খেয়ালই করিনা, নতুন মানুষটাকে আবিস্কার করাই হয়নি! মনে রেখো- এই মানুষটা আর সেই মানুষটা এক নয়।

আমরা নিজের করে যা পাই, তা নিয়ে আমাদের সন্তুষ্টি আসেনা! যা হারিয়েছি টা নিয়ে আমরা অতৃপ্তিতে ভুগি সব সময়। একটা জিনিস ভালো করে খেয়াল  করে দেখবে, তুমি যখন একজন মানুষের কাছে ঠকে গিয়ে আরেক জন মানুষের সাথে সম্পর্কে জড়াও, তখন নতুন মানুষটাকে জানার আগ্রহের চেয়ে পুরাতন মানুষটার কথা নতুন মানুষকে জানানোর আগ্রহ বেশি কাজ করে তোমার। তাই না...? 

তুমি যখন একটা নতুন মানুষের জীবনে যাও, তখন মাঝে মাঝে এমন হয় যে, নতুনের ভেতর তুমি পুরাতনের একটা মিল পাও। সে এমন ছিল, সে এভাবে কথা বলতো, তার চাহনি এমন ছিল, তার রাগ এমন ছিল আরো অনেক কিছু। তারপর তোমার কল্পনায় নতুনের ভেতর পুরাতন জন্ম নেয়। আস্তে আস্তে পুরাতন মানুষটা মন দখল করে ফেলে। একদিন হুট করে অমিল দেখা দিলেই তুমি হয়তো বলে ফেলো "ও কখনোই আমার সাথে এমন করেনি!" এটা তোমার বর্তমান মানুষটিকে ভীষণ কষ্ট দেয়! তুলনা করা মানেই বুঝায় তুমি বর্তমানকে পেয়ে খুশি নও।

একজন মানুষের সাথে আরেকজন মানুষের আংশিক মিল থাকতে পারে কিন্তু কখনোই হুবহু মিলবেনা। জীবনে মানুষ আসবে, মানুষ যাবে। ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে চলে যাবে। ভেঙে-চূড়ে চলে যাবে। আঙুল ধরে একটু একটু করে হাটতে হাটতে একদিন আঙুল ছেড়ে দিয়ে চলে যাবে অন্য পথে। তুমি একা হবে, নিঃসঙ্গতায় আক্রান্ত হবে। ডিপ্রেশন, অনিদ্রা, উদাসীনতা তোমার রক্তে মিশে যাবে, তোমাকে গিলে খাবে। তুমি মরে যাচ্ছো ভাবতে ভাবতে বেঁচে থাকবে। পথ চলবে একা, খাবে, ঘুমাবে, শ্বাস নিবে। বেঁচে থাকতে হয় বলে বেঁচে থাকবে। তারপর একদিন নতুন কেউ হুট করে জীবনে চলে আসবে, আসবেই...। গ্রহণ করা না করা সেটা তোমার বিষয়...। 

মানুষ কখনো অতোটা নিঃসঙ্গতায় বাঁচতে পারেনা। আমার কাউকে লাগবেনা বলা মানুষটাও ভেতরে ভেতরে বলে- "আমার একটা নিজের মানুষ চাই"। যখন একটা নতুন মানুষের কাছে তুমি পুরাতনের গল্প বলবে, তুমি বুঝে নিও তোমার Maturity Level- এখনো পরিপক্ক হয়নি। Mature-রা নিজের দুঃখ- কষ্টকে নিজের কাছে রাখে। এরা কখনোই তোমাকে তার মন খারাপের গল্প শোনাবেনা, কখনোই না।
তারা জানে, নিজের জীবনের এসব গল্প কেবল সাময়িক Sympathy- জোগাবো, চিরস্থায়ী কোন Solution- দিবে না। কারো করুনা পাওয়ার মতো অতোটা বোকা হলে জীবন চলে না। তুমি বরং নতুন মানুষকে আবিস্কার করতে চেষ্টা করো। মানুষ রহস্য পছন্দ করে, পৃথিবী রহস্য পছন্দ করে। নতুনে রহস্য থাকে, জানার অনেক কিছু থাকে, নতুন করে ভাব্বার অনেক কিছু থাকে। পুরাতনকে সামনে বসিয়ে নতুনকে আবিস্কার করা যায়না, পারবে না তুমি...। যে জায়গায় পুরাতন একটা গাছ রয়েছে সেখানে নতুন কোন গাছকে রোপণ করতে পারবে না, জীবনও অনেকটা এরকম। 

আমি বলছিনা, তাকে ঘিরে তুমি তোমার স্মৃতি সুখ, দুঃখ - কষ্ট, যন্ত্রনাকে ভুলে যাও। দুঃখ কষ্ট একান্তই নিজের। এসব অসুখের গল্প বুকের ভেতর জমিয়ে রাখতে হয়। মাঝে মাঝে অবসরে সেসব কষ্টকে চোখের সামনে বসিয়ে দুঃখ বিলাস করা লাগে। দুঃখ বিলাসের চেয়ে সুখের আর কিছু নেই। ধরো নতুনের সাথে এক প্লেটে ভাত খাওয়া শেষে বেলকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে পুরাতনকে মনে করে দু'মিনিট Nostalgic- হতে পারো। একটা ঘোর এসে দু'মড়ে মুচড়ে দিয়ে যাবে নিমিষেই। আবার ঘরে ফিরে নতুনের বুকে মুখ গুজে বসে থাকো। যে জিনিস জীবনে নেই, সে জিনিসের পিছে সময় বিনিয়োগ করার চেয়ে যে জিনিস জীবনে আছে, তার পেছনে সময়কে বিনিয়োগ করো। তখন জীবনে কিছু হলেও পাবে, ভাল কিছুই পাবে।

জীবনটা এমনই...।। এখানে অভিনয় করতে হয়, ভালো থাকার ভান করতে হয়, মিথ্যে মিথ্যে ভালোবাসতে হয়, ভুলে যাওয়ার অভিনয় করতে হয়, সব কিছু অভ্যাস করে নিতে হয়। Adjustment-করে নিতে হয় জীবনের সাথে, মনের সাথে, পরিবেশের সাথে। তুমি চাইলেই তোমার সুখের ভাগ সবাইকে দিতে পারো কিন্তু দুঃখ কষ্ট পারবে না কখনোই। কেউ বুঝবে না তোমার কষ্ট, কেউ শুনবে না তোমার মনের আর্তনাথ। দুঃখ কষ্টই তোমার নিজের অর্জন। এই দুঃখ কষ্ট তোমার একান্ত নিজের।

এসব অপ্রাপ্তিই তোমাকে আস্তে আস্তে বড় হতে শেখাবে। Mature- হতে শিখাবে। পরিপক্কতা এনে দিবে। কিছু জিনিস যত্ন করে নিজের কাছে রেখে দিতে হয়। নতুনকে আবিষ্কার করো, তার প্রাপ্যটুকু বুঝিয়ে দাও। পুরাতন সে তো এক অমিমাংশিত জীবনের গল্প, সে জীবনে নেই; কখনো আসবেও না। অতিতকে ভাবতে গিয়ে বর্তমান কে নষ্ট করতে নেই। বেঁচে থাকার এইসব যুদ্ধে, কতকিছু আসে আবার চলে যায়। অথচ, কারো মতো কেউ আর আসে না, কেউ কারো মতো নয়।

কিছু কথা না বলা ভালো, না বলাই থাক-
না শুনলেও তো হবেনা তেমন কোন মহাপাপ।
মন দিয়ে কথা গুলো আকাশে মিশে
মেঘে ভাসিয়ে চললাম আজ অজানার দেশে।
ততোটাই অজানা-
 যতোটা অজানায় নিজেকে খুঁজে পাওয়া যায় না।  


না বলা সে কথা গুলো মনের গহীনে
অরণ্য সাজাবো তাতে গহীনে আরো অরণ্যে।
ঝিঁঝিঁপোকা শতদল শতকোলাহল,
কত কথা শুনো রোজ কত কথার ছল।


ধরে নিও সে কথাও ছিলো কিছু টা এমন-
মনে যা আসুক যখন ধরে নিও তাই।
চাইনা সে না বলা কথা তুমি শুনো-
কিছু না বলে ফিরে যাও দূরে আরো দূরে।
তার চেয়ে এই ভালো আমি চললাম-
না বলা সে কথা গুলো নাইবা আর বললাম।


ফেলে আসা কিছু স্মৃতি যদি পাও কখনো খুঁজে-
না বলা সে কথা গুলো নিয়ো একটু বুঝে...?
হয়তো কথা গুলো সাধারণ_ অতিসাধারণ
অথবা ভেবে নিয়ো অর্থহীন খুব যাবতীক।
যদিওবা কখনো খুঁজে পাও সে কথার মানে-
তবে বলে দিও উত্তর বাতাসের কানে,
অথবা কোন এক নীল চিঠির খামে। 
সেই বাতাস বা চিঠি তো আমার পথ তো জানে...।


রাত জেগে তারাহীন তিমির আঁধার
পাড় হতে  কি পারবে সে কথার পাহাড়?
যা আমার মনে মনে...!!
যদি পারো সেখানে পাবে আমাকে-
পাবে তুমি সেথায় কিছু ঝড়া বুনো ফুল,
সে কথার বোঝা বড় পাহাড় সমান।


হয়তোবা পাবেনা সে কথা গুলো আমায় খুঁজে,
তাই আমি হারাচ্ছি আজ অজানার খোঁজে।
না বলা সে কথা গুলো নাহয় না বলাই থাক,
সব কথা না জানলেও তো হয়না কোন পাপ।


আমি বলছিনা ভালবাসতেই হবে....
আমি চাই,
তুমি আমার বটবৃক্ষ হয়ে,
তোমার ছায়ায় আমায় ঢেকে রাখো। 
আমার অনাকাংখিত  জেগে উঠা দ্বি-প্রহরে-
নিশি প্রহরী হয়ে আমার চোখের পাতায় ঘুম এঁকে দাও।
মাথায় বিলি কেটে ঘুম পাড়াতে হবে তা নয়,
কপাল ছুয়েই না হয় একটু ঘুম পাড়াও। 


আমি বলছিনা মায়ার বাঁধনে আমায় জড়াতেই হবে,
আমি চাই,
আমার ক্লান্তি শেষে কিংবা কোন এক পড়ন্ত বেলায়, 
আমার সাথে কিছুটা পথ হাঁটো।
দিন শেষে আমার একাকী রাতে, 
কষ্ট হয়ে আমার গায়ে লেগে থাকো।
বিষন্ন আমায় আনমনে পথের ধারে 
শুন্যে চেয়ে থাকতে দেখে,
তোমার সঞ্চিত ভালবাসা থেকে একফুটা 
করুনার দৃষ্টি আমার দিকে ছুড়ে দাও।


আমি বলছিনা পাশে বসতেই হবে, 
আমি চাই,
ঝড় শেষে ফাগুনী হাওয়া হয়ে তোমার 
দিশেহারা উড়ন্ত চুলে অধরটি একবার ছুঁতে দাও।


বলছিনা ভালবাসতেই হবে,
শুধু চাই,
আমার কষ্টে নিস্পেশিত বুকের পাজর ভেদ করে,
দীর্ঘশ্বাস হয়ে বাতাসে ছড়িয়ে পরো।


বলছিনা ভালবাসতেই হবে, 
ভালবেসে বেসে রাতভর জাগিয়ে রাখতেই হবে।
ভুল করে পাশ ফিরে, ঘুমের ঘোরে
আলতো তোমার হাতটি গায়ের উপর রেখো।


আমি বলছিনা ভালবাসতেই হবে। 
আমি চাই,
অনাহারে ভাঁশমান আমার বুকের পাঁজরে
তোমার সচল আঙ্গুল গুলো হেটে বেড়াক।
নয়তো- 
কোন পরন্ত বিকেলে আমার একাকী মুহুর্তে,
বিষাদের ভারে নুইয়ে পরা অবশ শরীরে
শীতের কাঁথাটি গায়ে জড়িয়ে দাও ।
কিংবা-
কোন এক বৃষ্টির রাতে যখন ঘুম ভেঙে যাবে তোমার,
ভেবে নিও আমি জেগে আছি-
পৃথিবীর কোন এক কোনে...! 


বলছিনা ভালবাসতেই হবে....
আমি চাই,
মনের ভুলে, ভুল করে আমায় দেখে একটু
পিছন ফিরে তাকাও...
আমার অগোছালো ভাবনা গুলো গুছিয়ে দাও।
আমার বিষন্ন চোখে কষ্ট হয়ে ঝরে পরো।


বলছিনা ভালবাসতেই হবে...!!
শুধু পাশে থাকো কিছুটা সময়, হাত ধরে..
জ্বরের ঘোরে অচেতন আমার মাথায় পাশে,
কিছুটা সময় স্থির করে দাও।।
কপালে হাত রাখতেই হবে তা নয়,
তবুও একটু পাশে স্থির হয়ে বসো। 


বলছিনা আমার অশ্রুকণা তোমার ঠোটের তপ্ত পরশে শুঁষে নাও।
আমি চাই,
তুমি আমার চোখে দিকে চেয়ে,
বুঝে নাও কতটা ঝড়ে কষ্ট নড়ে চোখের ভিতর।


আমি বলছিনা ভালবাসতেই হবে, 
আমি চাই,
আমার চোখে চেয়ে একবার বুঝে নিও
আমি ক্ষুদার্থ নাকি অবহেলীত।
এই চোখে তোমার জন্য কতোটা ভালোবাসা লুকায়িত। 


আমি বলছিনা ভালবাসতেই হবে...
কেউ একজন হাতটি শক্ত করে ধরুক,
আর বলুক- "আমি শুধু তোমার" 
"ভালোবাসি ভালোবাসি"
এতোটুকতেই আমি সুখী..। 

MARI themes

Powered by Blogger.