শেষ আবদার

মনে হয় মৃত্যুর মিছিলে সামিল হয়েই গেলাম,
যেটুকু ছিলো রাগ অভিমান সবটুকু যেও তবে ভুলে,
ভুলে গিয়ে যতো অভিযোগ,অনুযোগ ফেলো না হয় দু ফোঁটা চোখের জ্বল, 
নয়তো দীর্ঘ নিঃশ্বাস...
শেষ বিদায়ের বেলায় দূর থেকেই না হয় শেষ বার বলে দিও ভালোবাসি।

মৃত্যুর আলিঙ্গনে দেহ ত্যাগ করে যদি চলেই যাই,
আমায় তবে অন্তরে রেখো, স্মৃতির কোটরে রেখো ,
মনের পরতে পরতে রেখো।
আর যেটুকু ছিলো মান অভিমান সব ফানুসের মতো আকাশে উড়িয়ে দিও।
ভুলে যেয়ো তিক্ত কথা-
অনুরোধ রইলো অভিমান রেখোনা মনে।
কখনো খুব বেশি মনে পড়ে গেলে না হয় চোখের জ্বল দিয়েই আকাশের ঠিকানায় চিঠি লিখো!

কাছে এসে ছুঁয়ে দেখার সুযোগ তো আর হবে না এ মৃত্যু বেলায়,
হয়তো সুযোগ হবে না কাছে এসে দেখার-
তাই দূর থেকেই ধ্বনি তুলো ভালোবাসি।
মন দিয়েই ছুঁয়ে দিও দূর থেকে,
মন দিয়ে মনকে জড়িয় ভালোবাসায়।
প্রার্থনায় জমিয়ে রেখো আমায় নিয়ম করে।
অভিশাপটা না'হয় ঝেড়ে ফেলো দূরে।

যতো দূরেই যাই না কেনো চলে!
কারণে-অকারণে,নিয়ম-অনিয়মে,
ভুল করে কিংবা সচেতন খেয়ালে-
'ভালোবাসি' শব্দটার মাঝেই আমাকে রাখিও বাঁধি,
ভুলে যেতে যেতেও বেলা শেষে বলে দিও 'তবু ভালোবাসি'!