জানিনা কেন হঠাৎ কোন কারন নেই কিছু নেই,
কারো জন্য খুব অন্য রকম লাগে...
কোনই কারন নেই...।।
তারপরও কাউকে খুব দেঁখতে ইচ্ছে হয়,
খুব কাছে পেতে ইচ্ছে হয়...
কারো সাথে খুব পাশাপাশি বসতে ইচ্ছে হয়।
ইচ্ছে হওয়ার কোন কারন নেই,
তারপরেও ইচ্ছে হয়...

ইচ্ছে গুলো পূরন হয় না,
তারপরেও ইচ্ছে গুলো বেশরমের মতো পড়ে থাকে।
তবুও আশায় আশায় থাকে,
কষ্ট হতে থাকে খূব,
কষ্ট হওয়ার কোন কারন নেই,
তবুও অনেক কষ্ট হতে থাকে...।।

কি জানি সে,
যার জন্য অন্য রকমটি লাগে,                   
যদি সে ইচ্ছে গুলো দেখে যায় ভিষন রেগে...!!!
তাই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে গুলো,
সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট গুলো...।।

হেটে চলি আমি যেন কিছুই হয়নি,
আর সবার মতো সুখী মানুষ আমিও....!!
তাই আমি চলতেই থাকি যাই কতো দূর কোথাও যাই।

কেবল তার কাছেই শুধু যাই না, যার জন্য লাগে এমন,
জীবনের কতো কাজ বাকী কতো তাড়া,
তারপরও সবকিছু সরিয়ে রেখে শুধু তাকেই ভাবা...
তাকে ভেবে কোন লাভ নেই জেনেও ভাবি,
তাকে কোন দিন পাবো না জেনেও পেতে চাই একবার...?!
                 শুধু একবার...
ঐ এক দিন যেন পাওয়া হয়ে রয়ে যায় জীবনের শেষ দিন পর্যন্ত ...


MARI themes

Powered by Blogger.