একাকী নির্জনে

জীবন মানেই আলোয় উচ্ছল, জীবন মানেই জেগে ওঠা, জীবন মানেই প্রাপ্তি - অপ্রাপ্তি, জীবন মানেই হতাশা - বিষণ্ণতা। আজকাল সব কিছুতে কেমন যেন একটা অবসাদ কাজ করে। মাথাটা কাজ করতে চায় না, কেমন যেন একঘেয়েমি চলে আসে । অল্পতেই সব কিছু ঘোলাটে হয়ে যায়। হয়তো জীবন নিয়ে দিশেহারা হয়ে গেছি, হয়তো জীবন নিয়ে একটু বেশিই ভাবচ্ছি। তবে সেটা আনন্দের না, বেদনায়। কেমন জানি নিজেকে নিঃস্ব মনে হয়, একাকি। কষ্ট গুলো বার বার হানা দেয় স্মৃতির পাতায়। কখনো কখনো তা সমুদ্রের ঢেউয়ের মতো আরো বেশি হয়ে যায়। মানুষের জীবনে নাকি এমন কিছু সময়ই আসে যখন হতাশা - বিষণ্ণতা, অবসাদ এক সাথে কাজ করে । হয়তো আমারও তা-ই হয়েছে। মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকার কোন মানে নেই। নিজের কাছে নিজেকে অনেক বড় অচেনা মনে হয়। মনে হয়, পৃথিবীর সব কিছুই প্রবঞ্চনা, সব কিছু মিথ্যা, সব কিছু ভিত্তিহীন। সব কিছু যেন উপহাস করছে।
কষ্ট গুলো এমন, যা প্রকাশ করা যায় না। আবার ঢেকে রাখতে রাখতেও পাথর হয়ে যায়, যা বহন করা যায় না। তাই অনেক দিন ধরে বাঁচার ইচ্ছা করেনা কিন্তু মরতেও সাধ জাগেনা। কেনো এতো বিষণ্ণতা আমি জানি না। শুধু জানি আমার কিছু ভালো লাগে না। রাতের অন্ধকারটাকেও বড়ই অচেনা লাগে, কিন্তু এই অন্ধকারটা আমার অনেক চেনা, অনেক আপন। সোডিয়াম আলোয় নিজেকে মনে হয় এক জ্যান্ত লাশ। এখন আর আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠেনা আমার রাত্রিরা, আমার মন। বিষন্ন ডানায় ভর করে ওরাও ফিরে যায়। হয়ত মাঝে মাঝে এসে উঁকি দেয়, কিন্তু ধরা দেয় না। হতাশার, বিষণ্ণতার শেষ সীমানায় এসেও আমি বেঁচে আছি, দাঁড়িয়ে আছি শুধু মাত্র একটু আলোর জন্য। এই আলোটা হয়তো অন্ধকার ভেদ করে আলো ছড়াবে না। খুব একাকী মুহূর্তে আধারকেও ভালোবাসি, আধার এর অতলে তলিয়ে যেতে ইচ্ছা হয়, নির্জনতা কে আকড়ে ধরে থাকতে ইচ্ছা হয়। শুধু নিজের আবেগ-অনুভূতি গুলোকে নিয়ন্ত্রন করার জন্য; কিন্তু পারি না...। তাই এখন আর এই ব্যার্থ চেষ্টা করি না। এই ব্যার্থতাই আমার অসীম দুঃখ কিংবা সুখ এর অবর্ননীয় স্বাদ গ্রহনে সাহায্য করে। হয়তো, মাঝে মাঝে ব্যার্থ হতেও ভালো লাগে। তবে কি আমি সত্যি ব্যার্থ...!!! শত কষ্টের মাঝেও একাকী নির্জনে হেঁটে বেড়াই অজানা পথের বাঁকে, অচেনা পথের ধারে...।।