আমরা যেটাকে Expectation বলি, আশা করা বলি, প্রত্যাশা বলি, অবহেলা বলি...এটা আসলে অবহেলা নয়। এটা আমাদের অতিরিক্ত চাহিদা। একজন মানুষের প্রতি Expectation-একদিনে মনে বাসা বাঁধে না। দিনের পর দিন, মাসের পর মাস বিন্দু বিন্দু করে গড়ে উঠে। মনের অজান্তেই সেই গুলো আমাদের মনে বাসা বাঁধে। যেই চাহিদা গুলো মিটানো আমাদের প্রিয় মানুষ গুলোর পক্ষে কঠিন হয়ে উঠে বা তাঁরা বুঝতে পারে না...অতঃপর সেই মানুষটি বিরক্ত হয়।

আমরা শুধু নিজেদের ইচ্ছে গুলোকেই প্রাধান্য দেই। যার ফলে অপর প্রান্তের মানুষটা কি চায় সেটা বুঝতে পারিনা। আমরা নিজেদের মনটার সাথে তুলনা করে তাদের মনের বিচার করে ফেলি।
যেটা আমাদের কাছে একটু চাওয়া মাত্র, সেটা তাদের কাছে অতিরিক্তও মনে হতে পারে। সবার মন এক রকম নয়। এমনো হতে পারে আপনি তাকে আপনের চেয়ে আপন ভেবে তার প্রতি Expectation-করলেন, কিছু আবদার করলেন কিন্তু সে সেই আবদার, সেই Expectation-না বুঝে বিরক্ত হলো। আপনি কষ্ট পেলেন। আপনি তাকে অনেক আপন ভেবেছেন যার ফলে তার প্রতি Expectation-চলে এসেছে, সেও যে আপনাকেই আপন ভেবেছে এমন তোঁ নয়। এমনো তোঁ হতে পারে সে আপনাকে আপন-ই ভাবেনি। আপনি তাকে বুঝতে হয়তো ভুল করেছিলেন। সে হয়তো আপানকে আর দশ জন মানুষের মতই দেখেছে, আর সবার মতোই ভেবেছে। আপনি তাকে আপনার জীবনের একজন Exceptional Person-ভেবেছেন, Special-একজন ভেবেছেন। যার উপর আপনার ভালোলাগা-খারাপ লাগা নির্ভর করে, যার উপর আপনার Mind-নির্ভর করে আর সে আপনাকে As usual-একজন মানুষ ভেবেছে। তার মনের সাথে আপনার মনের পার্থক্যটা এখানেই। তার কাছে হয়তো মনে হবে এটা Over Expectation; কিন্তু আপনার কাছে এটা মোটেই Over Expectation- নয়। Expectation- তার কাছেই আমরা করি যার কাছে আমরা একটু আশ্রয় চাই, যাকে আমরা অনেক বেশি আপন ভাবি, যে হয়তো আপনার অনুভূতিটা বুঝবে এই প্রত্যাশাই আপনার নিজের কাছে থাকে। বাহিরের মানুষের কাছে আমরা কখনোই কোন Expectation-করি না। কারো কাছে Expectation- করার আগে এটা ভাবা খুব বেশি জরুরী যে সেই মানুষটাও কি আপনাকে আপন ভাবে...?? নাকি আর দশজন মানুষের মতোই। যদি আপনার সব Expectation, সব প্রত্যাশা, আশার মূল্য সে দেয়, সব কিছুর উপরে আপনার Importance-থাকে তাহলে বুঝে নিবেন সেও আপনাকে আপন একজনই ভাবে, কাছের একজনই ভাবে। যখন বুঝতে পারবেন সে আপনাকে আপন একজন নয়, আর দশজন মানুষের মতোই ভাবে তখন আর কষ্টের সীমা থাকবে না আপনার। আর এজন্যই দিনের পর দিন আপনি কষ্ট পাচ্ছেন, মুখ বুঝে কষ্ট সয়ে যাচ্ছেন। 

একটু বুঝুন, একটু মানিয়ে নিন, একটু ভেবে দেখুন। আপনি ভাবছেন সে আপনাকে অবহেলা করে। যদি তার দিক থেকে ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাকে কেউ অবহেলা করছে না। আপনাকে ঘিরে ঐ মানুষটার মনে কোন আগ্রহ নেই, নেই কোন চাহিদা তাহলে আপনাকে সে Importance-দিবেই বা কেন। তার মনের কোন জায়গাতেই তো আপনি নেই। তার দিক থেকে ভাবলে সে আপনাকে অবহেলা করছে না, আপনার দিক থেকে ভাবলে আপনি অবহেলিত হচ্ছেন। 

মানুষ যখন কাউকে আপন ভাবতে শুরু করে; তখন সেই মানুষটার কাছে তার চাহিদা, প্রত্যাশা গুলোও বাড়তে থাকে। আর সেই অপূর্ণ চাহিদা গুলোই আমাদেরকে অবহেলার অনুভূতিতে ভোগায়, কষ্টের সাগরে ডুবায়, সুখটাকে কেরে নেয়।

কেউ কখনো আবেগ মিশিয়ে আমার কাছে জানতে চায়নি আমি কেমন আছি..! কেউ কখনো গভীর ভাবে চোখের দিকে তাকিয়েও দেখে নি দু'চোখে এতো বিষন্নতা কেন...? চোখের মাঝে হারিয়ে যেতে বলছি না, আমি শুধু বলছি কেউ কখনো মুখের দিকে তাকিয়ে হাসির অর্থ খুঁজে নি...হাসিটা সুখের নাকি অন্য কিছুর...!!!  

ভালো করে তাকিয়েও দেখে নি আমার চোখের নিচে দাগ হয়েছে কিনা বা কিভাবে হয়েছে...! চুল কোন পাশে আচরিয়েছি/ শিথি করেছি , চুল এলোমেলো কিনা গোছানো এগুলো খেয়াল করার তো প্রশ্নই আসে না..! পাঞ্জাবিতে, শার্ট, নাকি T-Shirt- এ ভালোলাগে এগুলো খেয়াল করার মত তো এখনো কেউ আসেনি..। Black Suit(কোট)- এর সাথে কোন Color-এর শার্ট, শার্টের Cuff-link-টা কোন Color হবে, টাই কোন Color-মানাবে তা আজো কারো মুখ থেকে শুনিনি। কেউ বলে নি এটাতে তোমাকে সুন্দর মানায়। কেউ কখনো বলেনি তোমার টাই বাধাঁটা বাঁকা হয়েছে বা এভাবে নয় এভাবে ভালোলাগবে, হাতের ঘড়িটা কিন্তু বেল্ট(Leather) এরই হতে হবে । 

ভোর থেকে শুরু করে কাজের চাপে যখন Breakfast, Launch- করার কথাটাই ভুলে যাই তখন কেউ ছোট্ট করে এসএমএস বা Call- দিয়ে মনে করিয়ে দেয় নি- "Breakfast- করার কথা ভুলো না"!! প্রচন্ড জ্বরে যখন চোখ দু'টো বুজে আসে তখন কারো হাত কপালে আলতো ছোঁয়া দেয়নি। দিন শেষে ক্লান্তির ছাপ যখন মুখে লাগে, ঘামে কপাল থেকে টপ-টপ পানি পড়ে তখন কেউ তার ওড়না এগিয়ে দেয়নি বা কপালটা তার ওড়না দিয়ে মুছে দেয়নি। মাথাটা যখন ঝিম ধরে আসে কেউ তার কাঁধ এগিয়ে দিয়ে বলেনি মাথা এখানে রাখো...।। 

আগে কিছুটা সংকোচ ছিল এ বিষয় গুলো নিয়ে..! এখন সংকোচ হয় না, জীবন তোঁ একটাই। মাঝে মাঝে পরাধীন হতে খুব বেশি ইচ্ছে করে। খুব বেশি ইচ্ছে করে কারো ধমকের সুরে কথা শুনতে, কারো চোখ রাঙ্গানো ভালোবাসা পূর্ণ আদেশ শুনতে। কেউ অন্তত অধিকারের জোড়ে কথা বলুক, অধিকার নিয়ে কথা বলুক, অধিকার নিয়ে পাশে থাকুক। মনটা বাঁধুক তার মনে...মনের সাথে মনে।। 

MARI themes

Powered by Blogger.