অধিকার

কেউ কখনো আবেগ মিশিয়ে আমার কাছে জানতে চায়নি আমি কেমন আছি..! কেউ কখনো গভীর ভাবে চোখের দিকে তাকিয়েও দেখে নি দু'চোখে এতো বিষন্নতা কেন...? চোখের মাঝে হারিয়ে যেতে বলছি না, আমি শুধু বলছি কেউ কখনো মুখের দিকে তাকিয়ে হাসির অর্থ খুঁজে নি...হাসিটা সুখের নাকি অন্য কিছুর...!!!  

ভালো করে তাকিয়েও দেখে নি আমার চোখের নিচে দাগ হয়েছে কিনা বা কিভাবে হয়েছে...! চুল কোন পাশে আচরিয়েছি/ শিথি করেছি , চুল এলোমেলো কিনা গোছানো এগুলো খেয়াল করার তো প্রশ্নই আসে না..! পাঞ্জাবিতে, শার্ট, নাকি T-Shirt- এ ভালোলাগে এগুলো খেয়াল করার মত তো এখনো কেউ আসেনি..। Black Suit(কোট)- এর সাথে কোন Color-এর শার্ট, শার্টের Cuff-link-টা কোন Color হবে, টাই কোন Color-মানাবে তা আজো কারো মুখ থেকে শুনিনি। কেউ বলে নি এটাতে তোমাকে সুন্দর মানায়। কেউ কখনো বলেনি তোমার টাই বাধাঁটা বাঁকা হয়েছে বা এভাবে নয় এভাবে ভালোলাগবে, হাতের ঘড়িটা কিন্তু বেল্ট(Leather) এরই হতে হবে । 

ভোর থেকে শুরু করে কাজের চাপে যখন Breakfast, Launch- করার কথাটাই ভুলে যাই তখন কেউ ছোট্ট করে এসএমএস বা Call- দিয়ে মনে করিয়ে দেয় নি- "Breakfast- করার কথা ভুলো না"!! প্রচন্ড জ্বরে যখন চোখ দু'টো বুজে আসে তখন কারো হাত কপালে আলতো ছোঁয়া দেয়নি। দিন শেষে ক্লান্তির ছাপ যখন মুখে লাগে, ঘামে কপাল থেকে টপ-টপ পানি পড়ে তখন কেউ তার ওড়না এগিয়ে দেয়নি বা কপালটা তার ওড়না দিয়ে মুছে দেয়নি। মাথাটা যখন ঝিম ধরে আসে কেউ তার কাঁধ এগিয়ে দিয়ে বলেনি মাথা এখানে রাখো...।। 

আগে কিছুটা সংকোচ ছিল এ বিষয় গুলো নিয়ে..! এখন সংকোচ হয় না, জীবন তোঁ একটাই। মাঝে মাঝে পরাধীন হতে খুব বেশি ইচ্ছে করে। খুব বেশি ইচ্ছে করে কারো ধমকের সুরে কথা শুনতে, কারো চোখ রাঙ্গানো ভালোবাসা পূর্ণ আদেশ শুনতে। কেউ অন্তত অধিকারের জোড়ে কথা বলুক, অধিকার নিয়ে কথা বলুক, অধিকার নিয়ে পাশে থাকুক। মনটা বাঁধুক তার মনে...মনের সাথে মনে।।