ঘুমন্ত অনুভূতি

প্রিয় সব কিছুই প্রিয়। প্রিয় এক দিনে হয় না, আস্তে আস্তে সময় গড়াতে গড়াতে হয়। একটা জিনিস প্রিয় হতে অনেক সময় লাগে, প্রিয় হতে মনে জায়গা দিতে হয়, মন দিয়ে তা ভাবতে হয়।

খুব প্রিয় গানটাও একটা সময় একঘেয়ে লাগে। এক সময় যে গানটা "ON REPEAT" এ ঘন্টার পর ঘন্টা চলতে থাকতো, সেই গানটাও একটা সময় ২ সেকেন্ডের মাথায় SKIP করতে ইচ্ছে হয়। যে গানের কথা গুলো মনের অজান্তেই গুন গুন করতে তুমি, সেই গানের কথা গুলোও এক সময় আর ভালো লাগে না ।। কেমন যেন একটা অনুভুতি হয় তখন।

খুব প্রিয় খাবারটাও একটা সময় মুখে তুলতে ইচ্ছে হয় না। প্রিয় বইটার উপরেও এক সময় ধূলো পড়ে যায়, একদমই মুছতে ইচ্ছে হয় না।।

"প্রিয়" মানেই এই না যে দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন আজীবন তাকে একই রকম ভাবে ভালো লাগবে, ভালো লাগতে হবে।। মাঝে মাঝে খুব প্রিয় মুখটা দেখেও কেন জানি বুকের ভেতরে আলাদা কোন অনুভূতি হয় না।। খুব প্রিয় কন্ঠটা শুনেও মধুর কোন অনুভূতি হয় না।।

তার মানে এই না যে, প্রিয় মানুষটা, প্রিয় গানটা, প্রিয় কবিতার লাইনটা কিংবা প্রিয় কন্ঠটা কে "বাতিল" এর খাতায় ফেলে দিতে হবে।। দিনের পর দিন একটু একটু করে জমা হওয়া ভালোবাসা দিয়ে গড়া ঐ "প্রিয়" জিনিসটা, "প্রিয়" মানুষটা  এক মূহুর্তের "ভালো না লাগা" এর জন্য তাকে বাতিল করে দিতে নেই । তাকে বিদায় বলে দিতে নেই।
ক্ষণিকের "ভালো না লাগা" এর অনুভুতির জন্য ধরে নেওয়া ঠিক না যে "ভালোবাসা মরে গেছে" "ভাললাগার অনুভুতি মরে গেছে"। ভালোলাগা মরে না । হয়তোবা ভালোলাগা চুপিসারে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকা ভাললাগাকে,  ভালোবাসাকে সময় দাও একটু।। কিছু সময় পার হলেই সব ঠিক হয়ে যাবে। ঝোঁকের মাথায় কাউকে বা কোন কিছুকে DELETE করে দিতে নেই। হয়তোবা এই মূহুর্তে, তোমার কোন অনুভূতি হবে না, কিন্তু একটু পরেই যখন ভালোলাগাটা  ঘুম থেকে জেগে উঠবে, তখন তোমার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে..।।তখন নিজের মন কেই বার বার বকবে আর প্রশ্ন করবে কেন এই ছোট্ট বিষয় নিয়ে এতো কিছু হলো, কেন একটু তেই রেগে গিয়ে এতো কিছু করলে।।

দুম করে "DELETE" বাটনটা চেপে দেয়ার আগে একটু ভেবে নিও।। তুমি হয়তো অনুভূতিটা বুঝার পরে ফিরে যাবে আবার, কিন্তু অপর পাশের মানুষটার হয়তো ততোক্ষণে সব কিছু তছনছ হয়ে গেছে, সে হয়তো পাগল প্রায় হয়ে গেছে, সাজানো সব কিছু ঝড়ের মতো উড়ে গেছে।

আমাদের জীবনে কাউকে ফেরত আনার জন্য কোন "UNDO" বাটন নেই। পেছনে ফেরত যাওয়ার জন্য কোন "REWIND" বাটনও নেই।। শুধু একটা "আফসোস" নামের বাটন আছে।। হঠাৎ কিছু না ভেবে সেই বাটনটা চেপে দিলে বড্ড কষ্টের একটা অনুভূতিতে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায় ।।

আমাদের মন - মেজাজ সব সময় এক রকম থাকে না। নানা পরিস্থিতে মন অনেক সময় খারাপ থাকতেই পারে, মনে নানা প্রশ্ন জাগতেই পারে, ভাললাগার অনুভুতিতে একটু ভাঁটা পরতেই পারে। তাই বলে এই না যে ভাললাগার অনুভুতি, ভাললাগা শেষ হয়ে গেছে।

"ভালো না লাগা" নিয়ে হয়তো বাঁচা যায়।। কিন্তু দুমড়ানো মোচড়ানো হৃদয় নিয়ে বাঁচা যায় না ।। খুব কষ্ট হয়, ভীষণ যন্ত্রণা হয়।।