হোঁচট হোঁচট খেতে খেতে একটি সময় কেমন যেন দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন না পিছনে ফেরা যায়, না সামনে আগানো যায়, না ঐ জায়গায় দাড়িয়ে থাকা যায়। এই পরিস্থিতিটা অনেক বেশি জটিল, এতোটাই জটিল যে দাঁতে দাঁত চেপে ধরেও সহ্য করা যায় না।
অনেক সময় অনেকের কাছ থেকে অনেক রকম প্রশ্ন আসে। তার মধ্যে একটি হলো- তোমার কি মন খারাপ...?? এই প্রশ্নটা যখন কেউ আমাকে করে তখন খুব বেশি বীব্রত অবস্থায় পরি। তখন অট্ট হাসি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করি। হাঁসির রহস্য কেউ কখনো বুঝে না, রহস্য খোঁজার চেষ্টাও করে না।
আসলে মন খারাপ বিষয়টা একেক জনের একেক রকম। একেক জনের মন খারাপ একেক রকম, Definition টা ভিন্ন । মন খারাপ থাকলে কেমন যেন প্রকাশ করতে ইচ্ছা হয় না। প্রকাশ করে কি হবে...??? আদৌ কি কিছু হবে...?? না কিছু হবে না। মন খারাপের কারন কেউ খোঁজে না। সবাই মন খারাপ কিনা এটাই জানতে চায়, জানা পর্যন্তই শেষ...।। জানা হয়ে গেলে আর কিছু নেই।।।
ব্যাঙ এর যেমন কখনো সর্দি লাগে না, কারণ ব্যাঙ সব সময় পানির মধ্যেই থাকে।
তেমনি আমারও কখনো মন খারাপ থাকে না।
অনেক সময় অনেকের কাছ থেকে অনেক রকম প্রশ্ন আসে। তার মধ্যে একটি হলো- তোমার কি মন খারাপ...?? এই প্রশ্নটা যখন কেউ আমাকে করে তখন খুব বেশি বীব্রত অবস্থায় পরি। তখন অট্ট হাসি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করি। হাঁসির রহস্য কেউ কখনো বুঝে না, রহস্য খোঁজার চেষ্টাও করে না।
আসলে মন খারাপ বিষয়টা একেক জনের একেক রকম। একেক জনের মন খারাপ একেক রকম, Definition টা ভিন্ন । মন খারাপ থাকলে কেমন যেন প্রকাশ করতে ইচ্ছা হয় না। প্রকাশ করে কি হবে...??? আদৌ কি কিছু হবে...?? না কিছু হবে না। মন খারাপের কারন কেউ খোঁজে না। সবাই মন খারাপ কিনা এটাই জানতে চায়, জানা পর্যন্তই শেষ...।। জানা হয়ে গেলে আর কিছু নেই।।।
ব্যাঙ এর যেমন কখনো সর্দি লাগে না, কারণ ব্যাঙ সব সময় পানির মধ্যেই থাকে।
তেমনি আমারও কখনো মন খারাপ থাকে না।
Post a Comment