ভালোবাসি তাই...

তোমাকে ভালোবাসি তাই- 
বাসি ভালো তোমার যা সব কিছু,
তোমাকে ভালোবাসি তাই- 
মিশে যেতে চাই তোমার কোমল হাত ধরে,
দূর দিগন্তে চিরতরে কোন এক সবুজ ছায়া ঘেরা পথ ধরে।

তোমাকে ভালোবাসি তাই- 
বাসি ভালো শুধুই তোমাকে,
তোমাকে ভালোবাসি তাই- 
কেবলি তোমাকে চাই- চাই তোমার হৃদয় ও মন
চাই কিছু মিষ্টি আলাপন, হৃদয়ে হৃদয়ের আবেগে।

তোমাকে ভালোবাসি তাই- বাসি ভালো তোমারই নয়ন,
নয়নে নয়নে আলাপন,
সেথায় রয়েছে মনের মিলন।
তোমাকে ভালোবাসি তাই- সেথায় দেখতে পাই-
                                                                                 নিজেকে । 

তোমাকে ভালোবাসি তাই- বাসি ভালো তোমার রাঙা ঠোঁট,
তোমাকে ভালোবাসি তাই- 
সেই ঠোঁটে এঁকে দিতে চাই- ভালবাসার চিহ্ন,
সঙ্কীর্ণ আলোকিত ওলোট-পালোট মন।

তোমাকে ভালোবাসি তাই- বাসি ভালো বিনয় তোমার,
তোমাকে ভালোবাসি তাই- 
তোমার উড়ন্ত খোলা চুল কেড়ে নেয় মন,
সারাক্ষণ শুধু "তুমি" হৃদয়ে আমার।

তোমাকে ভালোবাসি তাই- 
বাসি ভালো আমি তোমার পায়ের ঐ পায়েল,
তোমাকে ভালোবাসি তাই- 
কোন এক পড়ন্ত বিকেলে নিজ হাতে পড়াতে চাই ঐ রাঙা পায় পায়েল খানি...। 

তোমাকে ভালোবাসি তাই- 
তোমার হাতে কাঁচের চুড়ি আলতো করে পড়িয়ে নিতে চাই,
তোমাকে ভালোবাসি তাই- তোমার পায়ের নুপুরের রিনিঝিনি শব্দে-
এ হৃদয়ের গভীরে বাজে সর্বদাই।

তোমাকে ভালোবাসি তাই- 
বাসি ভালো তোমার অশ্রুজল,
তোমাকে ভালোবাসি তাই- 
মুছে দিতে চাই আঙ্গুলি স্পর্শে- পরম আবেগে,
অশ্রু তোমার চোখের- টলোমল।

তোমাকে ভালোবাসি তাই- 
বাসি ভালো তোমার ভিজে দুটি পা,
তোমাকে ভালোবাসি তাই- বর্ষাস্নাত দিনে তোমাকে চাই,
কিংবা কুয়াশাচ্ছন্ন ভোরে তুমি - আমি আর কুয়াশা,
তারপর কুয়াশা ভেজা ঘাসে খালি পায়ে কিছুটা পথ হাটা।

তোমাকে ভালোবাসি তাই-  
তোমায় ভালোবাসি হাজার বার, হাজার ভাবে। 
তোমাকে ভালোবাসি তাই- আমি মনে আগুন জ্বালাই বারবার,
আমি এক মনে লিখি কবিতা- 
আমি কবি; কেবলি তোমার কবি।
ভালোবাসি তাই তোমায় ভালোবেসে যাই।