ভয়

ভালোবাসতে ভয় পায় এমন মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আমার মতো ভালোবাসার কথা ভাবতেই ভয় পায় এমন মানুষ খুব বেশি নেই। হ্যা, আমি এমন একজন মানুষ যে ভালোবাসার কথা ভাবতেই হাজারো প্রশ্ন মাথায় এসে হাজির হয়। ভালোবাসা যদি এতই মধুর তাহলে কেন আমার এতো ভয় হয়। কেন ভাবতে পারি না কেউ একজন হাত ধরে সারা জীবন পাশে থাকেবে...?

আমি ভালোবাসতে ভয় পাই। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি ভুল মানুষকে ভালোবাসতে ভয় পাই। এই নিষ্ঠুর পৃথিবীতে সঠিক নাকি ভুল সেটা বুঝে উঠাটাই বড় দায়। আমার হৃদয় চাইলেও আমি ভালোবাসি না, ভালোবাসাতে পারি না, ভয়ে কুঁকড়ে যাই। প্রিয়জনকে হারানোর ভয়ে আমি ভালোবাসি না, ভালোবাসাতে ভয় হয়।

খুব কাছ থেকে দেখেছি বছরের পর বছর ভালোবেসে যাওয়ার পর হঠাৎ করে হারিয়ে যেতে। কিন্তু তারা দু'জন দু'জনকেই কথা দিয়েছিল পাশে থাকবে সারাজীবন। আমি কাঁদতে দেখেছি খুব কাছ থেকে, হারিয়ে যেতে দেখেছি তাদের স্বপ্ন গুলোকে। হারিয়ে যেতে দেখেছি হাসি মাখা মুখটা; যে মুখে সবসময় হাসি লেগেই থাকতো। হারিয়ে যেতে দেখেছি নতুন করে তাদের মাঝে স্বপ্ন দেখতে। আমি এই হারানোর ব্যথাকে ভয় পাই, খুব বেশি ভয়। আমি প্রিয়জনের জন্য রাত জেগে কান্না করাকে ভয় পাই। আমি ভালোবাসিনা কারণ আমি জীবন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আক্রান্ত, স্বপ্ন গুলোকে হারিয়ে ফেলার ভয়ে নিজেকে গুঁটিয়ে ফেলি। প্রেমিকার বুকভরা ছলনার কারণে অন্ধকার ভবিষ্যৎ এর ভয়ে আমি ভালোবাসিনা, ভয় হয় ভালবাসতে।

প্রিয়তমাকে হারিয়ে সারাজীবন মরে মরে বেঁচে থাকার ভয়ে ভালোবাসতে ভয় হয়। যে মানুষটিকে নিয়ে রাত জেগে স্বপ্ন বুনা হয়, সেই মানুষটি হারিয়ে যাওয়ার পর তাকে ঘিরে স্বপ্ন গুলো ভেবে রাতের ঘুম নষ্ট করার ভয়ে আমি ভালোবাসিনা। "যদি রাত জেগে প্রিয়তমার ছলনার কারণে অশ্রু ঝরাতে হয়" এই ভয়ে আমি ভালোবাসিনা।

আমি দেখেছি খুব কাছের বন্ধুকে প্রিয়তমাকে হারিয়ে কাঁদতে। আমি দেখেছি যুবককে শত শত ব্যথায় অশ্রু ঝরাতে। আমি দেখেছি যুবককে উন্নত জীবন ছেড়ে মাদকাসক্ত হতে। দেখেছি কলম ছেড়ে আঙুলের ফাকে সিগারেটকে শোভা পেতে। দেখেছি ভালোবাসি বলে হঠাৎ করে অন্য জনের হাত ধরে চলে যেতে, দেখেছি কাঁধে কাঁধ রেখে একই স্বপ্ন অন্য একজনকে দেখাতে; যে স্বপ্ন সে কিছু দিন আগেও আরেক জনকে দেখেয়েছিল। দেখেছি মিথ্যা আশ্বাস, মিথ্যা আবেগের ছলনা কতোটা গভীর হতে পারে। দেখেছি একটা ছেলের হাসি মুখটা কিভাবে মলিন হয়ে যায়, কিভাবে হারিয়ে যায় হাস্যজ্বল মুখ।

আমি ভয় পাই এসব কে, অনেক ভয় পাই। এসব ভয় আমাকে ভালোবাসতে দেয়না, ভালোবাসার কথা ভাবতে ভয় দেখায়। বারবার জানান দেয় "ভালোবাসবি না"। আমি সেই সকল ভালোবাসা এবং ভালোবাসার মানুষকে সন্মান জানাই মন থেকে যারা হাজার বিপদেও ভালোবাসা ধরে রেখেছে, ভালোবাসার মানুষকে নিজের করে রেখেছে।