অনুভবে শূন্যতা

প্রতিটি মানূষের চুড়ান্ত কিছু আবেগের স্থান থাকে, থাকে প্রচন্ড দুর্বলতা। কিছু সময় এই দুর্বলতা ভয়াবহ আকার ধারন করে। যা প্রতিটি মূহূর্ত মানূষ তার মনের মধ্যে লালন করে, তা যদি সংঘবদ্ধ ভাবে প্রকাশ করা হয় তবে তা হয়ে যেতে পারে উপন্যাস, হতে পারে কবিতা।
কিছু সময় আসে যখন আমরা এমন কিছু আবেগ, অনুভুতি প্রকাশ করি যা নিজে ব্যাতীত অন্য কারো কাছে এর মূল্য নেই। তোমার ভাললাগা, খারাপলাগা, আবেগ, অনুভূতি যার জন্য তার কাছে যদি তোমার এই আবেগ, অনুভূতির কোন মূল্য না থাকে তাহলে সেই সময়টা বড়ই কঠিন হয়ে যায়, খুবই অসহায় লাগে। যার জন্য তোমার সব কিছু, যার উপস্থিতি জুড়ে তোমার অস্তিত্ব, তোমার পথ চলা সেই মানুষটাই যদি তোমাকে না বোঝে, তোমার অনুভূতি না বোঝে তাহলে সেই সময়টার চেয়ে কঠিন সময় আর হতে পারে না। যার কাছে তোমার ভাললাগা, খারাপ লাগার কোন মূল্য নেই তার কাছে নিজের মূল্যটা শূনের কোঠায়। মাঝে মাঝে এমন মনে হবে যে তার জীবনে তোমার থাকা আর না থাকা একই কথা।

কথা গুলো একটু অন্য ভাবে বলি...

তোমার কাছে যে মানুষটা তার ভাললাগা, খারাপ লাগা, আবেগ, অনুভূতি প্রকাশ করচ্ছে তার সেই আবেগ, অনুভূতির মূল্য যদি তুমি না দিতে পারো তাহলে সে তোমার সাথে বা তোমার জীবনে থাকা বা না থাকা একই। তার অনুপস্তিতিতে কোন প্রভাব পড়বে না তোমার জীবনে। তার উপস্থিতি যদি তুমি বুঝতে না পারো, তার অনুপস্থিতিতে তোমার মনে শূন্যতাও সৃষ্টি হবে না। যদি তার অনুপস্থিতে তাকে নিয়ে তোমার মনে কোন দাগ নাই কাটে, যদি তার জন্য কোন শূন্যতার সৃষ্টি নাই হয়, যদি তার অভাব নাই বুঝতে পারো তবে ভেবে নাও সে তোমার জীবনের কেউ না। তাকে তুমি জীবনের কোন অংশেই রাখোনি...।।

যে এই শূন্যতা অনুভব করে একমাত্র সেই বোঝে শূন্যতা কি, অনুভূতি কি...।। জীবনের কোন মূল্য তথনই থাকে যখন এর মূল্য হিসাবে আবেগ গুলোর মূল্য থাকে।

কষ্ট দেখা যায়না, না ছোঁয়া যায় কিন্তু অনুভব করা যায় আবেগ দিয়ে। যে আবেগই আমাদেরকে সুখী করে আবার কষ্ট দেয়। সে আবেগের মূল্য অনেক যা কেনা যায়না, না যায় বেঁচা, আবেগ শুধু অর্জনের, অনুভূতি শুধু উপলব্ধির...।।