আড়ালে নিঃসঙ্গতা

একা চলা কষ্টের কিন্তু কিছু কিছু মানুষ আছে, যারা শত বাধা অতিক্রম করে একা একাই ছুটে চলে। হয়তো আপনার আশেপাশেই আছে সে। আপনিই হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে তাকে আঘাত করেছেন, হয়তো তার পাশে না দাঁড়িয়ে দূর থেকে দেখেছেন। হয়তো আপনিও কোনো সময় তার কষ্টে হেসেছেন, সে ভালো করলেও উৎসাহ না দিয়ে আড়ালে হেসেছেন। তার দুঃখে কষ্ট না পেয়ে হেসেছেন, মজা নিয়েছেন।

এই অদম্য মানুষ গুলি অধিকাংশ ক্ষেত্রেই হতাশ হয়ে পড়ে কিন্তু কখনোই হাল ছাড়ে না। জীবন যুদ্ধে এরা খুবই বাস্তবতাবাদী, সাহসী, কর্মঠ। পরাজিত এরা কখনোই মেনে নিতে পারে না। কিন্তু কিছু সময় এরা হতাশ হয়ে পড়ে, একা একা বোধ করে, নিঃসঙ্গতা ঘিয়ে ধরে। কারণ, এদের পাশে কেউ দাঁড়ায় না। কোন একটা সময় তাঁরা কারো সঙ্গ চায়, তার হাতে একটা হাতের স্পর্শ চায়, সেই হাতের সাহস চায়। কেউ পাশে আসে না, কেউ হাত ধরে সাহস দেয় না, কেউ এসে হাতটি ধরে কিছুদূর এগিয়ে দেয় না। একটিবার জানতে চায় না, সে এইবেলা খেয়েছে কিনা, তার আজ মন খারাপ কেন, তার মনের ইচ্ছা গুলো কি, মনের নীরব কষ্ট গুলো কি...!!? তার হাসিমুখের আড়ালে নিরব কান্নার জল কেউ দেখে না। তার একাকীত্বতা, নিঃসঙ্গতা কারো চোখে পড়ে না।।

আমি এই মানুষটির দলে। আমি জানি, এর কতো কষ্ট মনে।