সকলের সাথে আমার মিশি না, সকলের সাথে আসলে আমাদের মন মিশার ইচ্ছা প্রকাশ করে না। আপন সকলকে ভাবা যায় না, তাই আপন মানুষের সংখ্যা কম। সবাই আপনত্বের অধিকার পায়না, সবাই আপন হতে পারে না।
"যত ঝগড়া আর রাগারাগি সব কাছের, আপন মানুষের সাথেই হয়। একটা মানুষ যত বেশি তোমার সাথে মিশবে, তুমি যতো বেশি তার সাথে মিশবে, দিনের পর দিন তোমার প্রতি ঐ মানুষটার Expectation একটু একটু করে বাড়তে থাকবে । একটা সময় তুমি যখন তার কাছের মানুষ হয়ে যাবা, নিজের মানুষ হয়ে যাবে, মানুষটা তোমার কাছ থেকে নিজের অজান্তেই অনেক বেশি Expect করা শুরু করবে ।।
খুব সকালে ঘুম ভাঙতেই মানুষটা Expect করবে, তুমি তার খোঁজ নিবে, তোমার ফোনেই তার ঘুম ভাঙ্গুক, ভোরের “শুভ সকালটা” তাকে বলেই শুরু হোক।। এই সময়টায় তোমার সামান্য নীরবতাই তখন তাকে ভয়াবহ রাগিয়ে দিবে। মানুষটা নিজেও জানবে, সে সামান্য ব্যাপারেই তোমার উপর বেশি রাগ করে ফেলেছে, অনেক কথা শুনিয়ে ফেলেছে। সে সব জানবে, বুঝবে কিন্তু মানবে না । হয়তো অনেক সময় তার এই রাগ, অভিমানটা নিজের মাঝেই রেখে দিবে প্রকাশ করবে না। সব দোষ ঐ " Expectation " এর ।।
পুরো পৃথিবীর সবাই ব্যস্ত থাকুক, সমস্যা নেই। কিন্তু তুমি ব্যস্ত থাকলে তার পৃথিবীটাই উলটে যাবে, সে অস্থির হয়ে যাবে।সে তোমার এই ব্যস্ততা মেনে নিতে পারবে না। মানুষটা মনে প্রাণে চাইবে, শত ব্যস্ততার মাঝেও তুমি তাকে সময় দাও, তার একটু খোঁজ নাও, তার সাথে একটু কথা বলো। সেই চাওয়া যখন পূরণ হয় না, তখনই কষ্ট হয় ... ভীষণ কষ্ট ...।। এই কষ্টের কোন নাম নেই, এই কষ্ট বুঝানো যায় না। সে যে কষ্ট পেতে পারে, তার যে খারাপ লাগতে পারে এটা তোমাকেই বুঝতে হবে, বুঝে নিতে হবে...।।
কারণ ছাড়াই যে মেয়েটা বা ছেলেটা তোমার উপর রাগ দেখায়, তাকে ভুল বুঝো না। একটু উনিশ-বিশ হলেই যে ছেলেটা বা মেয়েটা তোমার উপর মন খারাপ করে বা, Over-React করে, তাকে দূরে ঠেলে দিও না ।। এই মানুষটার কাছেই তুমি সব চেয়ে ভালো থাকবে, সুখি থাকবে।
কারো "কাছের মানুষ" হওয়াটা সহজ ব্যাপার না। চারপাশের হাজার হাজার মানুষের মাঝে কেউ একজন তোমাকেই খুব আপন ভাবে, তার একটুখানি অত্যাচার সহ্য করতে পারবে না তুমি ?? তোমাকে যে আপন ভাবে তার চেয়ে তুমি বেশি Lucky একটু ভেবে দেখো। কারণ, হাজার হাজার মানুষের ভিড়ে তোমাকেই সে আপন ভেবেছে, আপনত্ব দিয়েছে।।
অন্যান্য সব অত্যাচারের ভেতর যন্ত্রণা মেশানো থাকে, কিন্তু কাছের মানুষের অত্যাচারের ভেতর ভালোবাসা মেশানো থাকে ...।। এই ভালোবাসা অনেক দামী, অনেক খাঁটি...।।
"যত ঝগড়া আর রাগারাগি সব কাছের, আপন মানুষের সাথেই হয়। একটা মানুষ যত বেশি তোমার সাথে মিশবে, তুমি যতো বেশি তার সাথে মিশবে, দিনের পর দিন তোমার প্রতি ঐ মানুষটার Expectation একটু একটু করে বাড়তে থাকবে । একটা সময় তুমি যখন তার কাছের মানুষ হয়ে যাবা, নিজের মানুষ হয়ে যাবে, মানুষটা তোমার কাছ থেকে নিজের অজান্তেই অনেক বেশি Expect করা শুরু করবে ।।
খুব সকালে ঘুম ভাঙতেই মানুষটা Expect করবে, তুমি তার খোঁজ নিবে, তোমার ফোনেই তার ঘুম ভাঙ্গুক, ভোরের “শুভ সকালটা” তাকে বলেই শুরু হোক।। এই সময়টায় তোমার সামান্য নীরবতাই তখন তাকে ভয়াবহ রাগিয়ে দিবে। মানুষটা নিজেও জানবে, সে সামান্য ব্যাপারেই তোমার উপর বেশি রাগ করে ফেলেছে, অনেক কথা শুনিয়ে ফেলেছে। সে সব জানবে, বুঝবে কিন্তু মানবে না । হয়তো অনেক সময় তার এই রাগ, অভিমানটা নিজের মাঝেই রেখে দিবে প্রকাশ করবে না। সব দোষ ঐ " Expectation " এর ।।
পুরো পৃথিবীর সবাই ব্যস্ত থাকুক, সমস্যা নেই। কিন্তু তুমি ব্যস্ত থাকলে তার পৃথিবীটাই উলটে যাবে, সে অস্থির হয়ে যাবে।সে তোমার এই ব্যস্ততা মেনে নিতে পারবে না। মানুষটা মনে প্রাণে চাইবে, শত ব্যস্ততার মাঝেও তুমি তাকে সময় দাও, তার একটু খোঁজ নাও, তার সাথে একটু কথা বলো। সেই চাওয়া যখন পূরণ হয় না, তখনই কষ্ট হয় ... ভীষণ কষ্ট ...।। এই কষ্টের কোন নাম নেই, এই কষ্ট বুঝানো যায় না। সে যে কষ্ট পেতে পারে, তার যে খারাপ লাগতে পারে এটা তোমাকেই বুঝতে হবে, বুঝে নিতে হবে...।।
কারণ ছাড়াই যে মেয়েটা বা ছেলেটা তোমার উপর রাগ দেখায়, তাকে ভুল বুঝো না। একটু উনিশ-বিশ হলেই যে ছেলেটা বা মেয়েটা তোমার উপর মন খারাপ করে বা, Over-React করে, তাকে দূরে ঠেলে দিও না ।। এই মানুষটার কাছেই তুমি সব চেয়ে ভালো থাকবে, সুখি থাকবে।
কারো "কাছের মানুষ" হওয়াটা সহজ ব্যাপার না। চারপাশের হাজার হাজার মানুষের মাঝে কেউ একজন তোমাকেই খুব আপন ভাবে, তার একটুখানি অত্যাচার সহ্য করতে পারবে না তুমি ?? তোমাকে যে আপন ভাবে তার চেয়ে তুমি বেশি Lucky একটু ভেবে দেখো। কারণ, হাজার হাজার মানুষের ভিড়ে তোমাকেই সে আপন ভেবেছে, আপনত্ব দিয়েছে।।
অন্যান্য সব অত্যাচারের ভেতর যন্ত্রণা মেশানো থাকে, কিন্তু কাছের মানুষের অত্যাচারের ভেতর ভালোবাসা মেশানো থাকে ...।। এই ভালোবাসা অনেক দামী, অনেক খাঁটি...।।
Post a Comment