জীবনের আলো-আধার

কিছু বিষয়, কিছু কথা আমরা মনের চোখ দিয়ে দেখি না, বিবেকের চোখ দিয়ে দেখি না কিন্তু সেই বিষয়টাই যদি বিবেকের চোখ দিয়ে দেখা হতো তাহলে ফলাফল অনেক ভালো কিছুই হতে পারতো।
যার হাত ধরে আপনি বিপদে থেকে মুক্তি পেলেন, যে আপনার অন্ধকার পথের সহযোগী, যার জন্য আপনি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে পারলেন, অন্ধকার থেকে আলোর মুখ দেখলেন সেই মানুষটাকেই আপনি আজে-বাজে কথা শুনিয়ে দিলেন, মিথ্যা কিছু অপবাদ, অভিশাপ দিয়ে দিলেন কিন্তু আদৌ কি সে এগুলো পাওয়ার মতো ছিল...!!! কথা গুলো তাকে বলার আগে একবার কি ভেবেছেন কাকে কথা গুলো বলচ্ছেন, মানুষটা কে...?? এই মানুষটাই কিন্তু সেই মানুষটা যে মানুষটা আপনার সব চেয়ে কষ্টের, বিপদের মুহূর্তে পাশে ছিল, আপনার কান্না ভেজা চোখে হাঁসি ফুটিয়েছে। এই মানুষটাই আপনাকে বারবার টেনে তুলেছে যখন আপনি বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন।।হয়তো ভুলে গিয়েছেন...
মানুষ বড়ই ভুলোও মনো, খুব সহজেই অতীত ভুলে যায়।।
যে মানুষটাকে আপনার সর্বোচ্চ সন্মান দেওয়া উচিত ছিল, সেই মানুষটাকেই আপনি অসন্মান করে বাজে কথা বললেন।। আপনার কি মনে হয় আপনি তার কাছ থেকে সন্মান পাবেন। তার কথা বাদ-ই দিন, অন্য কারো কাছ থেকে কি কখনো সন্মান পাবেন...!!! কখনোই না...।। যাকে সবচেয়ে বেশি সন্মান দেওয়া উচিত ছিল সেই মানুষটাকেই আপনি সন্মান দিতে পারলেন না তাহলে ঐ মানুষটা বা অন্য কারো কাছ থেকে কিভাবে ভালো কিছু বা সন্মান আশা করেন...!!?? নিজেকেই একটু প্রশ্ন করে দেখুন...

জীবন এতো সোজা নয়।। আপনি তার জন্য কিছু করতে না পারলেও তাকে অন্তত আপনার ছোট করা উচিত নয়, তাকে অপমান করা উচিত নয়। At least-তার প্রতি আপনার কৃতঞ্জতা স্বীকার করা উচিত ছিল। জীবনের কোন একটা সময় হয়তো আপনি ঠিকই বুঝতে পারবেন সেই মানুষটা আপনাকে কতোটা সামনের দিকে এগিয়ে দিয়েছে, যার জন্য আপনি বর্তমানে দাঁড়িয়ে আছেন কিন্তু তা বর্তমানে আপনি বুঝতে পারচ্ছেন না। আচ্ছা, যখন আপনি বুঝতে পারবেন তখন ঐ মানুষটার কাছে আপনার ব্যবহারের জন্য  Sorry-বলার জন্য তাকে খুঁজে পাবেন তো, Sorry-বলার সময় পাবেন তো...??
মনে রাখবেন জীবনের মোড় ঘুড়তে সময় লাগে না...।।