কাছের মানুষদের জন্যই আমাদের যত আকুতি, যত চাওয়া। মাঝে মাঝে ডুব মারতে হয়, আড়াল হতে হয়...।। একটু খানি আড়াল হলেই কাছের মানুষ চেনা যায়।। দরজাটা খুলে রাখলে অনেক মানুষ আসে, হিসাব রাখা যায় না।। দরজাটা আটকে ঝিম মেরে বসে থাকলেই টুক টুক করে ক'জন কড়া নেড়ে খোঁজ করে, ওটা ঠিকই গোণা যায় ।
হাসির সাথে সাথে হাসবে এমন মানুষের অভাব নেই।। কান্নার সাথে কাঁদবে এমন মানুষেরও অভাব নেই।। চুপচাপ থাকার মূহুর্তে মুখে হাসি ফোটাবে, এমন মানুষেরই বড্ড অভাব।। আড়ালে কাঁদছো কিনা, ঐটুকু খোজ নেওয়া আর বুঝে নেওয়ার মানুষেরই বড্ড অভাব ।।
হাসির সাথে সাথে হাসবে এমন মানুষের অভাব নেই।। কান্নার সাথে কাঁদবে এমন মানুষেরও অভাব নেই।। চুপচাপ থাকার মূহুর্তে মুখে হাসি ফোটাবে, এমন মানুষেরই বড্ড অভাব।। আড়ালে কাঁদছো কিনা, ঐটুকু খোজ নেওয়া আর বুঝে নেওয়ার মানুষেরই বড্ড অভাব ।।
Post a Comment