অনিশ্চিত পথ

আমরা বেঁচে থাকি বেঁচে থাকার প্রাপ্তিতে, বেঁচে থাকার অনুভুতীতে, বিশ্বাসে, সপ্ন দেখার মাঝে, বেঁচে থাকার প্রতিশ্রুতিতে। একটি প্রতিশ্রুতি, কিছু ভালোলাগার মুহুর্ত সাথে অনিশ্চিত ভবিষ্যৎ আর উচ্ছল বর্তমান। একটি স্বপ্ন, কিছু সুখের অনুভূতির সাথে রঙীন দিনের বর্ণিলতার প্রতিশ্রুতি আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার অব্যক্ত কিছু আকুতি। একটি ঝড়, কিছু এলোমেলো দিন সাথে দুঃসহ কিছু যন্ত্রণা আর স্বপ্ন ভাঙ্গার বেদনা। ঝড় সামলে উঠে আবার ঘর গোছানোর চেষ্টা নিত্য নতুন ঝড়ে আবার পিছিয়ে পড়া। একটা ঝড় সামলে উঠার আগেই আরেকটা ঝড় এর মুখে পড়া। ঝড় সামলে অগোছালো নিজেকে গোছাতে গোছাতেই আবার আগোছালো হয়ে যাওয়া। এখন গোছানোর একটা ব্যর্থ চেষ্টা মাত্র। এভাবেই এগিয়ে যাচ্ছে অনিশ্চিত পথে জীবনের যাত্রা।।