জীবন কোন কাব্য নয় তবু আমরা জীবন নিয়ে কাব্য লিখি,
জীবন কোন গল্প নয় তবু আমরা জীবন নিয়ে গল্প লিখি,
জীবন কোন কল্পনা নয় তবু আমরা সারাক্ষণ কল্পনার জগতে থাকি,
জীবন স্বপ্নের মতো নয় তবু নানা স্বপ্ন সাঁজাই চোখের পাতায়,
আশা সে তো মরীচিকা তবু আমরা মনের মাঝে আশা বাঁধি,
সুখ সে তো অচিন পাখি তবু আমরা সুখের পিছনে ছুটি।
আসলে জীবন এক নামহীন কাব্য, সীমাহীন গল্প, কল্পনার বাহিরে বাস্তবতা,
অবাস্তব কিছু স্বপ্ন, পূর্ণহীন আশা, না পাওয়া সুখ । । ।
জীবন কোন গল্প নয় তবু আমরা জীবন নিয়ে গল্প লিখি,
জীবন কোন কল্পনা নয় তবু আমরা সারাক্ষণ কল্পনার জগতে থাকি,
জীবন স্বপ্নের মতো নয় তবু নানা স্বপ্ন সাঁজাই চোখের পাতায়,
আশা সে তো মরীচিকা তবু আমরা মনের মাঝে আশা বাঁধি,
সুখ সে তো অচিন পাখি তবু আমরা সুখের পিছনে ছুটি।
আসলে জীবন এক নামহীন কাব্য, সীমাহীন গল্প, কল্পনার বাহিরে বাস্তবতা,
অবাস্তব কিছু স্বপ্ন, পূর্ণহীন আশা, না পাওয়া সুখ । । ।
Post a Comment