ক্ষনস্থায়ী এ জীবনের অনভূতি কত বিচিত্র। কত তুচ্ছ কারনে চোখ ঝাপসা হয়ে যায়, আবার ওলট-পালট করা ঝরেও কী শান্ত, কী স্থির মানুষের হৃদয়।
রাত ভর বৃষ্টি,,ঘুমহীন চোখে জেগে জেগে অধীর হয়ে বৃষ্টির গান শুনছি । নিঃসঙ্গ জীবন আর মায়ার রাজ্যে ঘুরে বেড়ানো আমার অনেক পুরানো অভ্যাস । তবুও আজ একটু বেশিই শুন্যতা কাজ করছে । শূন্যতার মাঝে অবচেতন মন ক্রমেই খুজে বেড়াচ্ছে আমার আমিকে...।।
কেউ নেই, কিচ্ছু নেই পাশে। কখনো কি ছিল...??? হয়তো না...।। শূন্যতা মুছে দিয়ে পূর্ণ করতে কখনো কেউ কি আসবে...!!!??? হয়তো কখনই না, কোন দিন না...।। সবাই পূর্ণতার মাঝে থাকতে চায়, কাউকে পূর্ণ করতে না।
রাত ভর বৃষ্টি,,ঘুমহীন চোখে জেগে জেগে অধীর হয়ে বৃষ্টির গান শুনছি । নিঃসঙ্গ জীবন আর মায়ার রাজ্যে ঘুরে বেড়ানো আমার অনেক পুরানো অভ্যাস । তবুও আজ একটু বেশিই শুন্যতা কাজ করছে । শূন্যতার মাঝে অবচেতন মন ক্রমেই খুজে বেড়াচ্ছে আমার আমিকে...।।
কেউ নেই, কিচ্ছু নেই পাশে। কখনো কি ছিল...??? হয়তো না...।। শূন্যতা মুছে দিয়ে পূর্ণ করতে কখনো কেউ কি আসবে...!!!??? হয়তো কখনই না, কোন দিন না...।। সবাই পূর্ণতার মাঝে থাকতে চায়, কাউকে পূর্ণ করতে না।
Post a Comment