আমার ঈদ & ছোট বেলা

 সবার কাছে ঈদ জিনিসটা যেমন আমার কাছে তেমন না। অন্যান্য দিনের চেয়ে এই দিনটা একটু বেশিই খারাপ যায়, একটু বেশিই একা একা থাকতে হয় সেই ছোট বেলা থেকেই...।। সবার কাছে স্কুল, কোচিং, কলেজ, ভারসিটি বন্ধ হলে খুশি রাখার জায়গা পায় না, অথচ আমার দিক ঠিক তার উল্টো ...আমি ভাবি এই বন্ধের সময় টুকু একা একা কিভাবে কাটাবো... স্কুল, কোচিং, কলেজ খোলা থাকলে তাও ক্লাস করে সময় কেটে যায় কোন একভাবে কিন্তু বন্ধের সময় টুকু যেন যেতেই চায় না...
বিগত ৫ বছর প্রায় সব ঈদে বেশির ভাগ সময় টুকু ঘুমিয়ে, শুয়ে থেকেই কাটিয়েছি ...সবাই যখন বন্ধু, ভাই-বোন, বাবা-মা_র সাথে বেড়াতে ব্যাস্ত আমি তখন বদ্ধ রুমে একা একা বসে থেকেছি...আজ থেকে ৫-৬ বছর আগেও এমনি কেটেছে, তার আগেও এমনি কেটেছে, সারা দিন বাসায় একা একা । একাকিত্ব যেন আমায় ঘিরে ধরেছে...
এটাই হয়তো আমার জীবন, হয়তো এটাই আমার জন্য Perfect   ...
আজও সেই ঈদ এর দিন, মানে সারা দিন ঘুম পেড়ে আর শুয়ে কাটানোর দিন...।। ছোট বেলা থেকে একা একা থাকতে থাকতে এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে, তবু কেন যেন মনের এক কোনায় কিছু আশা রয়েই যায়...
এখন তেমন একটা খারাপ লাগে না, খারাপ লাগলেও কাউকে বুঝতে দেই না, কারো বুঝার ক্ষমতাও নেই, বুঝার মতোও কেউ নেই, কেউ কখন ছিলও না ...
খুব প্রিয় কিছু ইচ্ছে গুলো  আসতে আসতে মরে যায়, মরে যায় আশা গুলো, চাওয়া গুলো।
।।........................................................................।।
আমার ঈদ যেমনি কাটুক আপনাদের সবার ঈদ ভালো কাটুক এই কামনায় শুভ হোক আপনাদের ঈদ এর দিন...
***ঈদ মোবারাক***