কোন কোন
রাত অকারনেই মন খারাপ করিয়ে দেয়। গভীর রাতে অসীম নিঃশব্দে মনের জানালায়
উকি দিয়ে যায় পুরনো কোন স্মৃতি। মনে পড়ে হারিয়ে যাওয়া কত স্মৃতি। মনের গহীনে অভাব বোধ করি দূরে চলে যাওয়া কোন এক প্রিয়
বন্ধুকে। এক দিন যে ছিল হাসি-আনন্দে-বেদনায়
সব থেকে কাছের সঙ্গী, আজ সে সরে গেছে কতটা দূরে ! যার সঙ্গ পেয়ে আর যাকে সংগ দিয়ে
একদিন নিজের মানব জন্মকে সার্থক মনে হয়েছিল, যাকে বন্ধু ভেবে বন্ধুত্বের সংগা নতুন
ভাবে সাজিয়ে নিয়েছিলাম আনমনে, সেই প্রিয় মুখ আজ অনেক দূরে ! যাকে
বন্ধু হিসেবে পেয়ে নিজেকে ধনী মনে হত, আজ তাঁর থেকে
কত দূরে সরে গেছি আমি, Sorry ভুল বললাম- দূরে সরে যাইনি, দূরে সরিয়ে
দিয়েছে !
স্মৃতি বড়ই আজব জিনিস। মনের গহীনে যেই স্মৃতি চিনচিনে
ব্যাথার জন্ম দেয়, সেই স্মৃতিকে আমি সযত্নে লালন
করি। ব্যাথা দিক,তবুও
এগুলো সত্য। আকাশের জাজ্বল্যমান শুক তারার মত আমার
মনের আকাশে চিরদিন থাকবে এই স্মৃতি।
প্রতিটা মানুষ সারা জীবন কিছুর জন্য অথবা কারো জন্যে অপেক্ষা করে_হয়তো সচেতন ভাবে নয়, অবচেতনভাবে। অপেক্ষার প্রতিটি মুহূর্ত আনন্দের আর
বেদনার। আমি জানিনা আমার অপেক্ষা অর্থহীন কিনা
! কেউ-ই জানে না । আমার কোন ধারনা নেই আমি আমার বন্ধুকে
যতটা মিস করি তার কাছাকাছি পরিমানেও সে আমাকে মনে করে কিনা । হয়তো সে আমার কথা কখনো ভাবেই না, আমার কথা তার কখনো মনেই পরে না। তবুও, একদিন যাকে আমি বেস্ট ফ্রেন্ড ভেবেছি
তার জন্যে অপেক্ষা করে যাব সারা জীবন। হয়ত
কোন দিন আমি না পারলেও সে পারবে বন্ধুত্বকে পুনরজ্জীবিত করতে। অপেক্ষা করি সেই দিনের জন্যে। হয়ত কোন
একদিন আবার আলো ঝলমল করে উঠবে আমার পৃথিবীতে। হয়ত, হয়ত কোন
একদিন শেষ হবে এই অপেক্ষার……হয়তো শেষ হবে আমার জীবনও...।।
Post a Comment