আমার রাজ্য

সময় গুলো কেমন আজব type এর যেন, কি অদ্ভুত যেন। আমি অবাক হয়ে সময়ের খেলা লক্ষ্য করছি। আমি যে ব্যাপারটা চিন্তা করি বেশির ভাগ সময় তাই ঘটে, আবার অনেক সময় বিপরীতও ঘটে। ব্যাপারটাকে কাকতালীয় বলা ছাড়া আর কিছু বলা যাবে না। তবে একই ঘটনা যখন কয়েকবার রিপিট হয় তখন কেন যেন এক ধরনের পানসে অনুভূতি চলে আসে। তখন আর ভাল লাগে না, পানসে মনে হয়।এই পানসে ভাবটা কখনো দূর হয় না, দূর হলেও সময় লাগে। আমার কি নেই ,কি চলে গেল এটা নিয়ে আমি ইদানিং অযথা হইচই করি। যখন করি তখন হয়তো মাথায় রক্ত উঠে যায়।নিজের অশান্তি ,অস্তিরতা,অসহায়বোধ কাটানো জন্য হয়তো করি। কিন্তু যখন সেই রেস কেটে যায় যখন  বাস্তবতায় চলে আসি তখন যেন আমি থমকে যাই। কি করছি আমি?? কিন্তু তখন আর সময় থাকে না। মনের সাথে ভুল বোঝা-বোঝি যেন চলতে থাকে জগতের নিয়ম মেনে। কাউকে আর আগের মত করে বুঝাতে যাবো না বলে ভাবছি মনে মনে তীব্র বাসনা নিয়ে। কিন্তু পরক্ষনে যেন আমি ভুলে যাই। যে দিন থেকে এই পৃথীবিতে বুঝতে শিখলাম যেদিন থেকেই  আজব আজব কথা -বার্তা মনে আসছে।সবই অলীক কোন স্বপ্ন জগতে ঘটে যাওয়া বলে মনে হয়। তবুও যেন আর মানতে পারা যায় না। ছুটে চলি, ছুটে চলি। আজকের রাতটা বড়ই সৌন্দর্য বলে মনে হচ্ছে কেন তা জানি না।মনে হচ্ছে আমি একজন অতিমানবে পরিনত হচ্ছি । যদিও নিজে ভাল করে জানি না এই অতিমানব ব্যাপারটা। কোন রসবোধ নেই আমার মধ্যে। পুরাই শুকনো দারচিনির মত আমি। যেটা খেলে মানুষের প্রচন্ড পানির পিপাসা লাগে। অথবা নিজের মনে হয় মাছের কাটার মত। কাউও গলায় আটকে যাওয়ার মত মাছের কাটা অথবা বিড়ালে প্রিয় মাছের কাটা।
নানা রকম উপমা আজ খেলা করছে মনের অতলে। সেই শব্দগুলো হয়তো ব্যবহার করা যাবে না।

যখন আমি চোখ বন্ধ করি।প্রায়ই আমি অলীক চিন্তা মসগুলো হয়ে যাই।চিন্তাগুলো যেন স্বপ্ন হয়ে দেখা দেয়। মনে হয় আমার মাঝে ঘটে যাচ্ছে ঘটনাটা। আর আমি যেন নিজের চোখের সামনে দেখছি । যখন চিন্তা বন্ধ করি তখন আসফোস হয়, ইস আর একটু চিন্তা করতাম।
ইদানিং সারাটা দিন কাটে আমার চেয়ার আর টেবিলে বসে। মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে রাঙ্গামাটি যেতে। তখন দুচোখ বন্ধ করে চিন্তা করি রাঙ্গামাটির পাহাড় গুলো।মনের অজান্তে কল্পনায় চলে যাই আমি কোন এক পাহাড়ে।তখন জীবনটাকে বড়ই সুন্দর মনে হয়। বলতে ইচ্ছা করে “life is beautiful”।ইচ্ছা করে অনন্তকাল সেই পাহাড়ের চুড়াঁয় একটা ছোট ঘর করে থাকি।যখন সূর্য ডুবে যাবে সেই দৃশ্যটা প্রতিদিন দেখব। পাহাড়ের উপর থেকে চারপাশের গাছ-পালা,পাখি ,বন-জঙ্গল দেখব।নিজের মত করে ঘুরে বেড়াব। কেউ বলবে না কেন এত দেরি করছি?? এখন তো আমার এটা করার সময়?? কেউ চিনবে না আমাকে । আমার রাজ্যে আমি একা...।।