আমার এলোমেলো চিন্তা গুলো বরাবরের মতই অসহায়। অসহায় বোধ, অনুভূতির দল। এতকিছু করে শব্দ পিঞ্জরের মাঝে আটকে পড়া। সময় কেটে যায়, অকৃতজ্ঞ সত্বা তবু সুস্থতার স্পর্শ পায় না।
কবিতা লিখিনা অনেক দিন। লিখতে পারি না।শব্দ গুলো কেমন যেন মিলাতে পারি না । আমি হয়তো অনুভব করতে ভুলে গেছি। হয়তো সব কিছুকেই মানিয়ে নিতে শিখেছি, তাই আর আজকাল কবিতা লিখি না। কবিতায় অনেক কিছু থাকে, অনুভূতি, তীব্রতা, বিষ, ভালোবাসা, অনুভুতি। আমার অতকিছু নেই। আমি নির্বিকার লোক। আঘাত পেয়ে আহত হতে হতে শরীরের অনেক জায়গা যেমন ভোঁতা হয়ে যায়, তেমনি হয়েছে আমার অন্তর।
অনেকদিন বিশাল সুমুদ্রের কাছে যাইনা, সাগরের বিশাল তীর ধরে হাটতে ইচ্ছা করছে । সাগরের বিশালতা দেখে জানতে ইচ্ছা করছে কার বুকে কষ্ট বেশি...?? নাগরিক জীবনের সব ধরণের জঞ্জালে ও জালে আটকে গেছি। চলবে হয়তো মৃত্যুবধি, তবে চলুক...।
কবিতা লিখিনা অনেক দিন। লিখতে পারি না।শব্দ গুলো কেমন যেন মিলাতে পারি না । আমি হয়তো অনুভব করতে ভুলে গেছি। হয়তো সব কিছুকেই মানিয়ে নিতে শিখেছি, তাই আর আজকাল কবিতা লিখি না। কবিতায় অনেক কিছু থাকে, অনুভূতি, তীব্রতা, বিষ, ভালোবাসা, অনুভুতি। আমার অতকিছু নেই। আমি নির্বিকার লোক। আঘাত পেয়ে আহত হতে হতে শরীরের অনেক জায়গা যেমন ভোঁতা হয়ে যায়, তেমনি হয়েছে আমার অন্তর।
অনেকদিন বিশাল সুমুদ্রের কাছে যাইনা, সাগরের বিশাল তীর ধরে হাটতে ইচ্ছা করছে । সাগরের বিশালতা দেখে জানতে ইচ্ছা করছে কার বুকে কষ্ট বেশি...?? নাগরিক জীবনের সব ধরণের জঞ্জালে ও জালে আটকে গেছি। চলবে হয়তো মৃত্যুবধি, তবে চলুক...।
Post a Comment