এই পৃথিবীতে মন খারাপ করে থাকার ব্যাপারটা ভীষণ অদ্ভুত। হয়ত তুমি কোন এক রাতের আলোয় গুনগুন করে গান গাইতে গাইতে ভুল কোন পথে চলে যাবে। তুমি বাড়ি ফিরতে দেরি করবে, আর তখন তোমার মন খারাপ করবে। হঠাৎ হয়ত পৃথিবীর রাজ্যের সব জলকণা এসে তোমার দু’চোখে ভর করবে আর তুমি বুঝতে পারবে তুমি ভালো নেই। তোমার ঘরের হলদে বাতি, নীল দেয়াল কিংবা রঙিন পর্দাও তখন তোমার মনকে রাঙাতে পারবে না। প্রতিরাতে তুমি ঘুমাতে যাওয়ার সময় ভাববে একদিন সব ঠিক হয়ে যাবে কিংবা কোন একদিন আর তোমার মন খারাপ হবে না। ছোট্ট বিছানাটায় শুয়ে শুয়ে তুমি ভাববে তোমার অন্ধকার ঘরে হাজার হাজার জোনাকপোকা জ্বলছে। প্রথমে দেখবে একটা দুটো – তারপর দেখবে থোকায় থোকায়। তারপর দেখবে এক আকাশের তারার মত জ্বলজ্বল করছে জোনাকপোকা। তুমি ভাববে তোমার ঘরের মত জোনাকপোকাগুলো তোমার জীবনের আকাশেও রুপালী তারা হয়ে জ্বলবে, কিন্তু তারপরেই তুমি বুঝবে তুমি স্বপ্ন দেখছিলে আর ফের তোমার মন খারাপ হয়ে যাবে।
এই পৃথিবীতে মন খারাপ করে থাকার ব্যাপারটা ভীষণ অদ্ভুত। তুমি যখন দূর্বল থাকবে তখন মানুষ তোমাকে আগাছা ভেবে মাড়িয়ে চলে যাবে, আবার তুমি যখন নিজের শক্তিটুকু নিয়ে উঠে দাঁড়াতে চাইবে তখন তারা তোমাকে হিংসা করবে, তোমাকে মনে করিয়ে দেবে তুমি ক্ষুদ্র, তুমি তুচ্ছ, তোমার মত আগাছার কোন প্রয়োজন নেই, এমনকি কখনো ছিলও না। আবার তুমি যদি খুব অন্যরকম কেউ হও, খুব সাহসী কেউ, যে স্বপ্ন দেখতে ভালবাসে, যে অনেক রাতে হাসনাহেনা ফুলের ঘ্রাণ পেলে আনন্দে অভিভূত হয়ে যায়, যে মাথা উঁচু করে বাঁচতে চায় তখন মানুষগুলো তোমাকে বোকা বলবে তোমাকে কল্পনাবিলাসী বলে উপেক্ষা করবে আর ভাববে তুমি খুব অহংকারী। এক সময় তোমার নিজেকে নিয়ে খুব ক্লান্ত লাগবে। আর তুমি বুঝবে তোমার মন খারাপ হয়ে গিয়েছে।
এই পৃথিবীতে মন খারাপ করে থাকার ব্যাপারটা আসলেই ভীষণ অদ্ভুত…
এই পৃথিবীতে মন খারাপ করে থাকার ব্যাপারটা ভীষণ অদ্ভুত। তুমি যখন দূর্বল থাকবে তখন মানুষ তোমাকে আগাছা ভেবে মাড়িয়ে চলে যাবে, আবার তুমি যখন নিজের শক্তিটুকু নিয়ে উঠে দাঁড়াতে চাইবে তখন তারা তোমাকে হিংসা করবে, তোমাকে মনে করিয়ে দেবে তুমি ক্ষুদ্র, তুমি তুচ্ছ, তোমার মত আগাছার কোন প্রয়োজন নেই, এমনকি কখনো ছিলও না। আবার তুমি যদি খুব অন্যরকম কেউ হও, খুব সাহসী কেউ, যে স্বপ্ন দেখতে ভালবাসে, যে অনেক রাতে হাসনাহেনা ফুলের ঘ্রাণ পেলে আনন্দে অভিভূত হয়ে যায়, যে মাথা উঁচু করে বাঁচতে চায় তখন মানুষগুলো তোমাকে বোকা বলবে তোমাকে কল্পনাবিলাসী বলে উপেক্ষা করবে আর ভাববে তুমি খুব অহংকারী। এক সময় তোমার নিজেকে নিয়ে খুব ক্লান্ত লাগবে। আর তুমি বুঝবে তোমার মন খারাপ হয়ে গিয়েছে।
এই পৃথিবীতে মন খারাপ করে থাকার ব্যাপারটা আসলেই ভীষণ অদ্ভুত…
Post a Comment