শূন্যের বাস্তবিক অর্থ অনেক দিক থেকে অনেক কিছুই বোঝায়। আবার অনেকের কাছে এর সংজ্ঞাও ভিন্ন। আমি আজ যা লিখতে যাচ্ছি তা অনেকে অনেক ভাবে নিবে। তবে সব চেয়ে মজার বিষয় হলো বেশির ভাগ মানুষ-ই Negative-ভাবে নিবে কিন্তু এই কথা গুলো Positive- ভাবে নিলে অনেক ভালো কিছু হতে পারতো বা পারে। আমার মতোন এমন অনেকেই আছেন যারা বাস্তবতা বাদী। সবাই ভাবে যারা বাস্তবতাবাদী তাঁরা কল্পনার জগতে বাস করে না বা কল্পনা করে না কিন্তু অবাগ করার বিষয় হলো বাস্তবতা বাদীরাই কল্পনার রাজ্যে বেশি থাকে, কল্পনা বেশি করে থাকেন। তাঁরা যদি কল্পনার জগতে নাই থাকতো তাহলে তাঁরা কখনোই বাস্তবিক চিন্তা করতে পারতো না।
আমরা অনেক সময় বলি "আমি কারো কাছে কখনো কিছু আশা করি না বা Expect- করি না"। কথাটি সম্পূর্ণ ভুল। আমরা প্রতিটা মানুষের কাছেই কিছু না কিছু আশা করি। তবে কাছের মানুষদের কাছে একটু বেশি আশা করি। ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার আশা করি, কিছু চাওয়ার বিনিময়ে ছোট্ট কিছু হলেও পাওয়ার আশা করি। বিষয়টা একটু খুলেই বলি- আপনি আপনার ভাই-বোন এর কাছ থেকে কি আশা করেন? এটাই নিচ্ছয়ই আশা করেন তাদের সাথে আপনার বন্ধুর মতো সম্পর্ক থাকবে, অনেক ভালো Understanding- থাকবে, ছায়ার মতো পাশে থাকবে। এই তো...?? এর বেশি কিছু কি...??!! আমার মনে হয় না এর বেশি কিছু কেউ আশা করেন। কিন্তু যখন দেখবেন আপনি এই বিষয় গুলো পাচ্ছেন না তখন কি আপনি হতাশ হবেন না, আপনার খারাপ লাগবে না, আপনার আশাটা ভাঙ্গবে না ...!!?? হুম, ভাঙ্গবে। তখন আপনার মনে হবে আপনি আপনার ভাই-বোন দের কাছ থেকে কিছুই পাননি। তখন আপনার এটা মনে হবে অনেক ভালোবাসা, আদর, যত্ন দিয়েও আপনি কিছুই পাননি। তখন কি আপনার মনে হবে না আপনি শূন্য...??
একজন Best Friend- এর কাছ থেকে আপনি কি আশা করেন...?? নিচ্ছয়ই তার কাছ থেকে আপনি বাড়ি, গাড়ি আশা করেন না। আপনার আশাটা হয়তো এমন যে সে আপনাকে কষ্টের সময় Support-দিবে, বিপদে আপদে আপনার পাশে থাকবে, আপনাকে ভালো বুঝলে, আপনি যা বুঝাতে চাচ্ছেন তা মুখে বলার আগেই সে বুঝে ফেলবে, পরিকল্পনাহীন ভাবে ঘোরাঘুরি এইতো...?? চাওয়ার আর কি বা আছে...!!! কিন্তু যখন আপনি দেখবেন আপনি আপনার সব চেয়ে কাছে, প্রিয় বন্ধুর কাছ থেকে এগুলো পাচ্ছেন না তখন কি আপনার খারাপ লাগবে না, কষ্ট লাগবে না...?? খারাপ লাগবে, কষ্টও লাগবে কিন্তু সেটা বাহিরে প্রকাশ পাবে না কখনো। তখন আপনার মনে হবে আপনি শূন্যের উপর বাস করচ্ছেন।
ভালোবাসা পেতে চায় না কে বলুন...!! সকলেই পেতে চায়। আপনি একজনকে মনে, প্রানে ভালোবাসেন ঠিক তেমনি সেও আপনাকে মনে, প্রানে ভালোবাসে। অনেকটা এমন যে আত্মার আত্মার বাঁধন। কিন্তু একটা সময় দেখা গেলো সে নেই, আপনার আসে পাশে তার অস্তিত্বও নেই। তার এই চলে যাওয়াটা আপনি কিভাবে দেখবেন...?? সে যখন ছিল তার প্রতি আপনার ভালোবাসাটা নিচ্ছয়ই এক দিনে হয়ে উঠেনি...?? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটু একটু করে গড়ে উঠেছে। এই গড়ে যখন থেকে উঠেছে তখন থেকেই কিন্তু সে আপনার মনের পুরো জায়গাটাই দখল করে নিয়েছে। যখন সে চলে গেলো তখন কিন্তু সে আপনার মনের সেই জায়গাটা শূন্য করেই চলে গেলো। আপনি নিচ্ছয়ই এই শূন্যতা চাননি, মনের মধ্যে যে ফাঁকা জায়গাটা হলো সেটা নিচ্ছয়ই চাননি। আপনি সেটাই চেয়েছিলেন যে এই শূন্য জায়গাটা ঐ মানুষটি দ্বাড়াই পূর্ণ থাকুক। কিন্তু আপনি শূন্য, আপনার দেহ-মন সবই শূন্য।
এরকম হাজারও জিনিস আছে যা শূন্যতা সৃষ্টি করে মনে। আপনার এই রকম কোন চাওয়াই কিন্তু আপনার স্বার্থ না। এটা আপনার অধিকার, এটা আপনার প্রাপ্য।
এই জিনিস গুলো আপনার মনে শূন্যতার সৃষ্টি করবে, আসতে আসতে আপনার মনে হবে আপনার সব কিছুই শূন্য। শূনের মাঝে আপনার বসবাস। তখন শুধু আপনার এটাই মনে হবে আপনার শূন্য হাত। যেখানে পাওয়ার আশা নেই; আছে শুধু শূন্যতা।
( বিঃদ্রঃ- সকলের কাছে এটাই আশা করবো কেউ ভুল ভাবে, Negative-ভাবে কথা গুলো নিবেন না। আপনার চিন্তা, মতামতের সাথে আমার চিন্তা-ভাবনা নাও মিলতে পারে, আমি ভুলও হতে পারি। )
আমরা অনেক সময় বলি "আমি কারো কাছে কখনো কিছু আশা করি না বা Expect- করি না"। কথাটি সম্পূর্ণ ভুল। আমরা প্রতিটা মানুষের কাছেই কিছু না কিছু আশা করি। তবে কাছের মানুষদের কাছে একটু বেশি আশা করি। ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার আশা করি, কিছু চাওয়ার বিনিময়ে ছোট্ট কিছু হলেও পাওয়ার আশা করি। বিষয়টা একটু খুলেই বলি- আপনি আপনার ভাই-বোন এর কাছ থেকে কি আশা করেন? এটাই নিচ্ছয়ই আশা করেন তাদের সাথে আপনার বন্ধুর মতো সম্পর্ক থাকবে, অনেক ভালো Understanding- থাকবে, ছায়ার মতো পাশে থাকবে। এই তো...?? এর বেশি কিছু কি...??!! আমার মনে হয় না এর বেশি কিছু কেউ আশা করেন। কিন্তু যখন দেখবেন আপনি এই বিষয় গুলো পাচ্ছেন না তখন কি আপনি হতাশ হবেন না, আপনার খারাপ লাগবে না, আপনার আশাটা ভাঙ্গবে না ...!!?? হুম, ভাঙ্গবে। তখন আপনার মনে হবে আপনি আপনার ভাই-বোন দের কাছ থেকে কিছুই পাননি। তখন আপনার এটা মনে হবে অনেক ভালোবাসা, আদর, যত্ন দিয়েও আপনি কিছুই পাননি। তখন কি আপনার মনে হবে না আপনি শূন্য...??
একজন Best Friend- এর কাছ থেকে আপনি কি আশা করেন...?? নিচ্ছয়ই তার কাছ থেকে আপনি বাড়ি, গাড়ি আশা করেন না। আপনার আশাটা হয়তো এমন যে সে আপনাকে কষ্টের সময় Support-দিবে, বিপদে আপদে আপনার পাশে থাকবে, আপনাকে ভালো বুঝলে, আপনি যা বুঝাতে চাচ্ছেন তা মুখে বলার আগেই সে বুঝে ফেলবে, পরিকল্পনাহীন ভাবে ঘোরাঘুরি এইতো...?? চাওয়ার আর কি বা আছে...!!! কিন্তু যখন আপনি দেখবেন আপনি আপনার সব চেয়ে কাছে, প্রিয় বন্ধুর কাছ থেকে এগুলো পাচ্ছেন না তখন কি আপনার খারাপ লাগবে না, কষ্ট লাগবে না...?? খারাপ লাগবে, কষ্টও লাগবে কিন্তু সেটা বাহিরে প্রকাশ পাবে না কখনো। তখন আপনার মনে হবে আপনি শূন্যের উপর বাস করচ্ছেন।
ভালোবাসা পেতে চায় না কে বলুন...!! সকলেই পেতে চায়। আপনি একজনকে মনে, প্রানে ভালোবাসেন ঠিক তেমনি সেও আপনাকে মনে, প্রানে ভালোবাসে। অনেকটা এমন যে আত্মার আত্মার বাঁধন। কিন্তু একটা সময় দেখা গেলো সে নেই, আপনার আসে পাশে তার অস্তিত্বও নেই। তার এই চলে যাওয়াটা আপনি কিভাবে দেখবেন...?? সে যখন ছিল তার প্রতি আপনার ভালোবাসাটা নিচ্ছয়ই এক দিনে হয়ে উঠেনি...?? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটু একটু করে গড়ে উঠেছে। এই গড়ে যখন থেকে উঠেছে তখন থেকেই কিন্তু সে আপনার মনের পুরো জায়গাটাই দখল করে নিয়েছে। যখন সে চলে গেলো তখন কিন্তু সে আপনার মনের সেই জায়গাটা শূন্য করেই চলে গেলো। আপনি নিচ্ছয়ই এই শূন্যতা চাননি, মনের মধ্যে যে ফাঁকা জায়গাটা হলো সেটা নিচ্ছয়ই চাননি। আপনি সেটাই চেয়েছিলেন যে এই শূন্য জায়গাটা ঐ মানুষটি দ্বাড়াই পূর্ণ থাকুক। কিন্তু আপনি শূন্য, আপনার দেহ-মন সবই শূন্য।
এরকম হাজারও জিনিস আছে যা শূন্যতা সৃষ্টি করে মনে। আপনার এই রকম কোন চাওয়াই কিন্তু আপনার স্বার্থ না। এটা আপনার অধিকার, এটা আপনার প্রাপ্য।
এই জিনিস গুলো আপনার মনে শূন্যতার সৃষ্টি করবে, আসতে আসতে আপনার মনে হবে আপনার সব কিছুই শূন্য। শূনের মাঝে আপনার বসবাস। তখন শুধু আপনার এটাই মনে হবে আপনার শূন্য হাত। যেখানে পাওয়ার আশা নেই; আছে শুধু শূন্যতা।
( বিঃদ্রঃ- সকলের কাছে এটাই আশা করবো কেউ ভুল ভাবে, Negative-ভাবে কথা গুলো নিবেন না। আপনার চিন্তা, মতামতের সাথে আমার চিন্তা-ভাবনা নাও মিলতে পারে, আমি ভুলও হতে পারি। )
Post a Comment