ছোট থেকে বড় হতে হতে আমাদের অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে মিশতে হয়। সবাই কাছে থাকে না, পাশে থাকে না। সবাই মনে জায়গাও নেয় না।
তোমার জীবনে যদি "কাছের মানুষ" আর "দূরের মানুষ" - নামের দুইটা আলাদা লিস্ট না থাকে, তাহলে মহা বিপদ। পৃথিবীর সবাইকে একই পাল্লায় মাপাটাই বিশাল ভুল। সবাই তোমার আপন হবে না, সবাইকে আপন করতে গেলে কষ্ট পেতে হয়। আপন করা সম্ভবও না।
পৃথিবীর সবাইকে খুশি রাখার মহান দায়িত্ব নিয়ে তুমি জন্মাও নি। যখন ১০০% চেষ্টা করার পরেও দেখবা কিছু মানুষ তোমার কাজে খুশি হচ্ছে না, তখন খুব বাজে একটা অনুভূতি হবে। নিজ থেকে ঐ বাজে অনুভূতিটা ডেকে না আনাই ভালো।
তার চেয়ে বরং "কাছের মানুষ" - নামের ছোট্ট লিস্টের অল্প কিছু মানুষ নিয়েই ব্যস্ত থাকো, ভালো থাকবে।
তোমার ভালো থাকার জন্য পৃথিবীর সব মানুষ কে দরকার হবে না । অল্প কিছু কাছের মানুষই তোমার জন্য একটা সুন্দর "পৃথিবী" বানিয়ে তোমাকে ভালো রাখবে তারাও ভালো থাকবে তোমার সাথে।।
তোমার জীবনে যদি "কাছের মানুষ" আর "দূরের মানুষ" - নামের দুইটা আলাদা লিস্ট না থাকে, তাহলে মহা বিপদ। পৃথিবীর সবাইকে একই পাল্লায় মাপাটাই বিশাল ভুল। সবাই তোমার আপন হবে না, সবাইকে আপন করতে গেলে কষ্ট পেতে হয়। আপন করা সম্ভবও না।
পৃথিবীর সবাইকে খুশি রাখার মহান দায়িত্ব নিয়ে তুমি জন্মাও নি। যখন ১০০% চেষ্টা করার পরেও দেখবা কিছু মানুষ তোমার কাজে খুশি হচ্ছে না, তখন খুব বাজে একটা অনুভূতি হবে। নিজ থেকে ঐ বাজে অনুভূতিটা ডেকে না আনাই ভালো।
তার চেয়ে বরং "কাছের মানুষ" - নামের ছোট্ট লিস্টের অল্প কিছু মানুষ নিয়েই ব্যস্ত থাকো, ভালো থাকবে।
তোমার ভালো থাকার জন্য পৃথিবীর সব মানুষ কে দরকার হবে না । অল্প কিছু কাছের মানুষই তোমার জন্য একটা সুন্দর "পৃথিবী" বানিয়ে তোমাকে ভালো রাখবে তারাও ভালো থাকবে তোমার সাথে।।
Post a Comment