যতদিন বেঁচে থাকবো ততোদিন নিজের কষ্টের কথা কাউকে বলবো না। হাজার কষ্ট হোক, নীরবে সয়ে যাবো সব।
যার কাছে কষ্টের কথা বলে কষ্টটা হালকা করতে চাই, সে-ই আমার কষ্ট বোঝেনি কোনদিন। জানি বুঝবেওনা কোনদিন কেউ। তাই নীরবতাকেই বেছে নিলাম। সবাই জানবে আমি ভাল আছি, সুখেই আছি। ভাল থাকবই না বা কেন, আমার তো কোনো দুঃখ নেই...।। নিজেকে নিজের মাঝে ঢেকে রাখবো নিজেরি মতো করে।
প্রায় দিনই মন খারাপ করে বসে থাকতে হয়। অদ্ভুৎ একটা life style আমার।। আমি দিন দিন হারিয়ে যাচ্ছি নিজের থেকে, সত্যি হারিয়ে যাচ্ছি আমি...।
যার কাছে কষ্টের কথা বলে কষ্টটা হালকা করতে চাই, সে-ই আমার কষ্ট বোঝেনি কোনদিন। জানি বুঝবেওনা কোনদিন কেউ। তাই নীরবতাকেই বেছে নিলাম। সবাই জানবে আমি ভাল আছি, সুখেই আছি। ভাল থাকবই না বা কেন, আমার তো কোনো দুঃখ নেই...।। নিজেকে নিজের মাঝে ঢেকে রাখবো নিজেরি মতো করে।
প্রায় দিনই মন খারাপ করে বসে থাকতে হয়। অদ্ভুৎ একটা life style আমার।। আমি দিন দিন হারিয়ে যাচ্ছি নিজের থেকে, সত্যি হারিয়ে যাচ্ছি আমি...।
অসাধারণ
ReplyDelete