সাগরের সাথে আমি

দেখতে গিয়ে ছিলাম সাগরের বুকে কষ্ট বেশি নাকি আমার বুকে। আমার বুকের তুলনায় সাগরের বুকের কষ্ট কিছুই না। সাগর তার কষ্ট ঢেওয়ে ঢেওয়ে তীরে আছড়ে পরে কমিয়ে নিতে পারে কিন্তু আমি আমার কষ্ট কোন ভাবেই কমিয়ে নিতে পারি না, পারি না কারো কাছে শেয়ার করতে, পারি না কারো কাছে বলতে। কষ্ট গুলো সুধু বাড়তেই থাকে...।। কেন এমন ...??? 

 ফিরতে ইচ্ছা করছে না, যদি সাগরের মাঝে চীরতরে বিলীন হয়ে যেতে পারতাম, শেষ হয়ে যেতে পারতাম। আর যদি না ফিরতাম। চেনা মানুষ দের কাছে আজ আমি বড্ড অচেনা, সেই অচেনা মানুষ দের কাছে আর যেতে চাই না। আমিতো চেনা হয়ে থাকতে চেয়েছিলাম, তবে কেন আজ অচেনা...??? যদি এখানেই জ়ীবনটা চিরতরে থেমে যেত, যদি চলে যেতাম না ফেরার দেশে... 

 আমার কষ্ট সুধুই আমার...। এই কষ্টের মাঝে বিচরন সুধুই আমার। আমার কোন সঙ্গী নেই, নেই কোন কাধে হাত রাখার মানুষ, হাতে হাত ধরার মানুষ...।।